ETV Bharat / bharat

হরিয়ানায় বিকেল পর্যন্ত ভোট পড়ল 61 শতাংশ - HARYANA ASSEMBLY POLLS 2024 - HARYANA ASSEMBLY POLLS 2024

হরিয়ানার 90টি আসনে বিধানসভা নির্বাচন ৷ নারী অধিকার নিয়ে যে দল লড়াই করে, সেই দলে ভোট দেওয়ার আবেদন জানান ভিনেশ ফোগত ৷

HARYANA ASSEMBLY ELECTIONS 2024
হরিয়ানায় শুরু বিধানসভা নির্বাচন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 7:52 AM IST

Updated : Oct 5, 2024, 5:51 PM IST

চণ্ডীগড়, 5 অক্টোবর: কড়া নিরাপত্তায় শনিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচন ৷ রাজ্যের 90টি আসনে ভোটপ্রক্রিয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 61 শতাংশ ৷ সবচেয়ে বেশি ভোট পড়েছে মেবাতে 68.28 শতাংশ এবং সবচেয়ে কম গুরুগ্রামে 49.97 শতাংশ ৷

রাজ্যজুড়ে মোট 20 হাজার 632টি বুথে 2 কোটি 3 লক্ষ 54 হাজার 350 জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা এবং প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগতের পাশাপাশি জেজেপি-র দুষ্যন্ত চৌতালা এবং আরও 1 হাজার 27 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন ৷ একদিকে, তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়াই করছে ক্ষমতাসীন বিজেপি ৷ অন্যদিকে, 10 বছরের দীর্ঘ খরা কাটিয়ে ফের সরকার গঠনের লক্ষ্য়ে নির্বাচনী ময়দানে নেমেছেন কংগ্রেস প্রার্থীরা ৷

এদিন চরখি দদরির বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জুলানের কংগ্রেস প্রার্থী তথা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ ভোট দিয়ে তিনি বলেন, "যে দল নারীর অধিকারের জন্য কাজ করে তাকে ভোট দিন ৷ আপনারা সবাই জানেন আমি কোন দলের কথা বলছি । জয়ের আশা সব সময় রয়েছে বিজেপি কৃষক এবং বাকিদের সঙ্গে কী করেছিল, তা মানুষ ভুলে যায়নি ৷" মাসখানেক আগেই রাজনীতিতে নাম লেখান এই কুস্তিগীর ৷ হাতে তুলে নেন কংগ্রেসের পতাকা ৷ এরপরই তাঁকে জুলান থেকে প্রার্থী করার কথা ঘোষণা করে 'হাত' শিবির ৷

নির্বাচন শুরু হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আজ হরিয়ানা বিধানসভা নির্বাচন । গণতন্ত্রের এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করে ভোটের নতুন রেকর্ড গড়তে সকল ভোটারদের আমি আবেদন জানাচ্ছি । রাজ্যের সমস্ত তরুণ বন্ধুরা, যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের আমার বিশেষ শুভেচ্ছা ।" এদিকে, ভোট শুরু হতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর ৷

হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানান, রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা 95 লক্ষ 77 হাজার 926 জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা 1 কোটি 7 লক্ষ 75 হাজার 957 জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 467 জন ৷ তিনি আরও জানান, 15তম বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় সমস্তরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য 30 হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে 225 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ 3 হাজার 616টিরও বেশি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ সেকারণে নির্বাচনের নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হয়নি কমিশনের তরফে ৷

উল্লেখ্য়, 2019 সালে জেজেপি-র সঙ্গে জোট বেধে হরিয়ানার ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খট্টরকে বেছে নেওয়া হলেও, মার্চ মাসে তাঁর পরিবর্তে সেই দায়িত্বে নয়াব সিং সাইনিকে নিয়ে আসে বিজেপি ৷ আর তাতেই জননায়ক জনতা পার্টি (জেজেপি)র সঙ্গে জোট ভেঙে যায় বিজেপির ৷

অন্যদিকে, 2014 সালের হারের পর আর রাজ্যের ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস ৷ তাই এই বছর বিজেপিকে হারাতে কোনও ফাঁক রাখতে নারাজ কংগ্রেস ৷ কয়েকটি আসনে তাই বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই নেমেছে 'হাত' শিবির ৷ তবে ভিবানি আসনটি ইন্ডিয়া জোটের জন্যই ছেড়ে দিয়েছে কংগ্রেস ৷

চণ্ডীগড়, 5 অক্টোবর: কড়া নিরাপত্তায় শনিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচন ৷ রাজ্যের 90টি আসনে ভোটপ্রক্রিয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 61 শতাংশ ৷ সবচেয়ে বেশি ভোট পড়েছে মেবাতে 68.28 শতাংশ এবং সবচেয়ে কম গুরুগ্রামে 49.97 শতাংশ ৷

রাজ্যজুড়ে মোট 20 হাজার 632টি বুথে 2 কোটি 3 লক্ষ 54 হাজার 350 জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা এবং প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগতের পাশাপাশি জেজেপি-র দুষ্যন্ত চৌতালা এবং আরও 1 হাজার 27 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন ৷ একদিকে, তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়াই করছে ক্ষমতাসীন বিজেপি ৷ অন্যদিকে, 10 বছরের দীর্ঘ খরা কাটিয়ে ফের সরকার গঠনের লক্ষ্য়ে নির্বাচনী ময়দানে নেমেছেন কংগ্রেস প্রার্থীরা ৷

এদিন চরখি দদরির বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জুলানের কংগ্রেস প্রার্থী তথা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ ভোট দিয়ে তিনি বলেন, "যে দল নারীর অধিকারের জন্য কাজ করে তাকে ভোট দিন ৷ আপনারা সবাই জানেন আমি কোন দলের কথা বলছি । জয়ের আশা সব সময় রয়েছে বিজেপি কৃষক এবং বাকিদের সঙ্গে কী করেছিল, তা মানুষ ভুলে যায়নি ৷" মাসখানেক আগেই রাজনীতিতে নাম লেখান এই কুস্তিগীর ৷ হাতে তুলে নেন কংগ্রেসের পতাকা ৷ এরপরই তাঁকে জুলান থেকে প্রার্থী করার কথা ঘোষণা করে 'হাত' শিবির ৷

নির্বাচন শুরু হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আজ হরিয়ানা বিধানসভা নির্বাচন । গণতন্ত্রের এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করে ভোটের নতুন রেকর্ড গড়তে সকল ভোটারদের আমি আবেদন জানাচ্ছি । রাজ্যের সমস্ত তরুণ বন্ধুরা, যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের আমার বিশেষ শুভেচ্ছা ।" এদিকে, ভোট শুরু হতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর ৷

হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানান, রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা 95 লক্ষ 77 হাজার 926 জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা 1 কোটি 7 লক্ষ 75 হাজার 957 জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 467 জন ৷ তিনি আরও জানান, 15তম বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় সমস্তরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য 30 হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে 225 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ 3 হাজার 616টিরও বেশি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ সেকারণে নির্বাচনের নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হয়নি কমিশনের তরফে ৷

উল্লেখ্য়, 2019 সালে জেজেপি-র সঙ্গে জোট বেধে হরিয়ানার ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খট্টরকে বেছে নেওয়া হলেও, মার্চ মাসে তাঁর পরিবর্তে সেই দায়িত্বে নয়াব সিং সাইনিকে নিয়ে আসে বিজেপি ৷ আর তাতেই জননায়ক জনতা পার্টি (জেজেপি)র সঙ্গে জোট ভেঙে যায় বিজেপির ৷

অন্যদিকে, 2014 সালের হারের পর আর রাজ্যের ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস ৷ তাই এই বছর বিজেপিকে হারাতে কোনও ফাঁক রাখতে নারাজ কংগ্রেস ৷ কয়েকটি আসনে তাই বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই নেমেছে 'হাত' শিবির ৷ তবে ভিবানি আসনটি ইন্ডিয়া জোটের জন্যই ছেড়ে দিয়েছে কংগ্রেস ৷

Last Updated : Oct 5, 2024, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.