চণ্ডীগড়, 5 অক্টোবর: কড়া নিরাপত্তায় শনিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচন ৷ রাজ্যের 90টি আসনে ভোটপ্রক্রিয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 61 শতাংশ ৷ সবচেয়ে বেশি ভোট পড়েছে মেবাতে 68.28 শতাংশ এবং সবচেয়ে কম গুরুগ্রামে 49.97 শতাংশ ৷
রাজ্যজুড়ে মোট 20 হাজার 632টি বুথে 2 কোটি 3 লক্ষ 54 হাজার 350 জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা এবং প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগতের পাশাপাশি জেজেপি-র দুষ্যন্ত চৌতালা এবং আরও 1 হাজার 27 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন ৷ একদিকে, তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়াই করছে ক্ষমতাসীন বিজেপি ৷ অন্যদিকে, 10 বছরের দীর্ঘ খরা কাটিয়ে ফের সরকার গঠনের লক্ষ্য়ে নির্বাচনী ময়দানে নেমেছেন কংগ্রেস প্রার্থীরা ৷
এদিন চরখি দদরির বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জুলানের কংগ্রেস প্রার্থী তথা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ ভোট দিয়ে তিনি বলেন, "যে দল নারীর অধিকারের জন্য কাজ করে তাকে ভোট দিন ৷ আপনারা সবাই জানেন আমি কোন দলের কথা বলছি । জয়ের আশা সব সময় রয়েছে বিজেপি কৃষক এবং বাকিদের সঙ্গে কী করেছিল, তা মানুষ ভুলে যায়নি ৷" মাসখানেক আগেই রাজনীতিতে নাম লেখান এই কুস্তিগীর ৷ হাতে তুলে নেন কংগ্রেসের পতাকা ৷ এরপরই তাঁকে জুলান থেকে প্রার্থী করার কথা ঘোষণা করে 'হাত' শিবির ৷
आज हरियाणा विधानसभा चुनाव के लिए वोटिंग है। सभी मतदाताओं से मेरी अपील है कि वे लोकतंत्र के इस पावन उत्सव का हिस्सा बनें और मतदान का एक नया रिकॉर्ड कायम करें। इस अवसर पर पहली बार वोट डालने जा रहे राज्य के सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) October 5, 2024
নির্বাচন শুরু হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আজ হরিয়ানা বিধানসভা নির্বাচন । গণতন্ত্রের এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করে ভোটের নতুন রেকর্ড গড়তে সকল ভোটারদের আমি আবেদন জানাচ্ছি । রাজ্যের সমস্ত তরুণ বন্ধুরা, যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের আমার বিশেষ শুভেচ্ছা ।" এদিকে, ভোট শুরু হতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর ৷
#WATCH | Union Minister Manohar Lal Khattar casts his vote at a polling station in Karnal for the #HaryanaElection pic.twitter.com/V297HyO8bP
— ANI (@ANI) October 5, 2024
হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানান, রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা 95 লক্ষ 77 হাজার 926 জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা 1 কোটি 7 লক্ষ 75 হাজার 957 জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 467 জন ৷ তিনি আরও জানান, 15তম বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় সমস্তরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য 30 হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে 225 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ 3 হাজার 616টিরও বেশি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ সেকারণে নির্বাচনের নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হয়নি কমিশনের তরফে ৷
#WATCH | Congress candidate from Julana Assembly Constituency Vinesh Phogat arrives at a polling station in Charkhi Dadri to cast her vote for #HaryanaElelction
— ANI (@ANI) October 5, 2024
She says, " it is a huge festival for haryana and a very big day for the people of the state. i am making an appeal to… pic.twitter.com/7LoYTR0Xvl
উল্লেখ্য়, 2019 সালে জেজেপি-র সঙ্গে জোট বেধে হরিয়ানার ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর লাল খট্টরকে বেছে নেওয়া হলেও, মার্চ মাসে তাঁর পরিবর্তে সেই দায়িত্বে নয়াব সিং সাইনিকে নিয়ে আসে বিজেপি ৷ আর তাতেই জননায়ক জনতা পার্টি (জেজেপি)র সঙ্গে জোট ভেঙে যায় বিজেপির ৷
22.70% voter turnout recorded till 11 am in Haryana Assembly elections.
— ANI (@ANI) October 5, 2024
As of 11 am, Palwal recorded the highest voter turnout of 27.94%, followed by Jind at 27.20% and Mewat at 25.65%. Panchkula recorded the lowest voter turnout at 13.46% pic.twitter.com/dxGvrsg1DL
অন্যদিকে, 2014 সালের হারের পর আর রাজ্যের ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস ৷ তাই এই বছর বিজেপিকে হারাতে কোনও ফাঁক রাখতে নারাজ কংগ্রেস ৷ কয়েকটি আসনে তাই বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই নেমেছে 'হাত' শিবির ৷ তবে ভিবানি আসনটি ইন্ডিয়া জোটের জন্যই ছেড়ে দিয়েছে কংগ্রেস ৷