মুম্বই : একতা কাপুরের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ় 'হক সে'-র প্রেক্ষাপট ছিল জম্মু কাশ্মীর। সেখানকার বিভিন্ন সামাজিক বৈষম্যকে ফুটিয়ে তোলা হয়েছিল এই সিরিজ়ে। 'হক সে'-র দ্বিতীয় ভাগ তৈরি করবেন একতা? উত্তরে প্রযোজক বললেন...
"আমরা 'হক সে'-র দ্বিতীয় ভাগ করার কথা ভাবছি। সেখানে আরও অনেক বৈষম্যের কাহিনি ফুটে উঠবে। আমাদের ইতিমধ্যেই লেখা হয়ে গেছে চিত্রনাট্য। খুব তাড়াতাড়ি আমরা শুটিং শুরু করব।"
৩৭০ ধারা বিলোপের ঘটনা কি দেখানো হবে 'হক সে'-র দ্বিতীয় সিজ়নে? এই প্রশ্নের উত্তরে একতা বলেন, "যেহেতু আমাদের লেখা শেষ, তাই নতুন করে পুরো বিষয়টা ঢোকাতে পারব না। তবে একটা ছোটো উল্লেখ থাকবে স্ক্রিপ্টে।"
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে একতা বলেন, "আমি ব্যাপারটাকে এভাবে দেখি, আমরা যখন এক দেশে বাস করছি, তখন 'এক দেশ এক আইন'-এর নীতিই মেনে চলা প্রয়োজন।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">