মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলায় রয়েছে কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা । সুশান্তের নামে যে দু'টি কম্পানি ছিল সেই দুই কম্পানির ব্যালেন্স শিটে রয়েছে কিছু অসংগতি । এছাড়াও সুশান্তের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 17 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে নাম না জানা এক অ্যাকাউন্টে । পুরো বিষয়টি খতিয়ে দেখছে ED ।
আর সেই কারণেই ED-র তলব সুশান্তের প্রাক্তন বিজ়নেস ম্যানেজার শ্রুতি মোদি এবং ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । শ্রুতিকে আজকেই জিজ্ঞাসাবাদ করবে ED এবং সিদ্ধার্থের তারিখ পড়েছে আগামীকাল অর্থাৎ 8 অগাস্ট ।
সুশান্তের মৃত্যুর আগের দিন রাতে তাঁর ফ্ল্যাটেই ছিলেন সিদ্ধার্থ । 13 জুন বেশ অনেক রাতে সুশান্তের সঙ্গে কথাও হয় তাঁর । কোনও অস্বাভাবিক আচরণ তিনি লক্ষ্য করেননি অভিনেতার মধ্যে, জানিয়েছিলেন ANI-কে ।
এদিকে রিয়া চক্রবর্তীকেও আজ তলব করেছে ED । সুশান্ত মামলার অন্যতম অভিযুক্ত রিয়া । তবে তিনি ED-র অফিসে আসতে পারবেন কিনা জানা নেই । তলব উপেক্ষা করার সম্ভাবনাও দেখা গেছে ।
-
Enforcement Directorate (ED) summons Shruti Modi, former business manager of #SushantSinghRajput, asking her to appear before them today.
— ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ED also asks Sushant's friend Siddharth Pithani to appear before the agency tomorrow, 8th August. pic.twitter.com/K8BZUry3lo
">Enforcement Directorate (ED) summons Shruti Modi, former business manager of #SushantSinghRajput, asking her to appear before them today.
— ANI (@ANI) August 7, 2020
ED also asks Sushant's friend Siddharth Pithani to appear before the agency tomorrow, 8th August. pic.twitter.com/K8BZUry3loEnforcement Directorate (ED) summons Shruti Modi, former business manager of #SushantSinghRajput, asking her to appear before them today.
— ANI (@ANI) August 7, 2020
ED also asks Sushant's friend Siddharth Pithani to appear before the agency tomorrow, 8th August. pic.twitter.com/K8BZUry3lo
কেন্দ্রীয় সরকারের সম্মতি পাওয়ার পর এখন এই মামলা চলে গেছে CBI-এর হাতে । বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে তারা । রিয়া চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সান্ধ্য চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, শ্রুতি মোদির বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হয়েছে CBI ।
তবে মামলার কিনারা হওয়ার পরিবর্তে প্রতিদিনই নতুন করে জট পাকাচ্ছে সুশান্তের মৃত্যু রহস্য । তারই মধ্যে CBI-এর হস্তক্ষেপে একটু আশাবাদী সুশান্তের অনুরাগীরা ।