ETV Bharat / sitara

প্রতিশোধের গল্প নিয়ে হাজির 'দুর্গামতী'-র ট্রেলার - Akshay Kumar film

মুক্তি পেল 'দুর্গামতী'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন ভূমি পেদনেকর, আরশাদ ওয়ারসি, মাহি গিল ও জিশু সেনগুপ্ত । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

asd
asd
author img

By

Published : Nov 25, 2020, 1:41 PM IST

Updated : Nov 25, 2020, 2:22 PM IST

মুম্বই : বিচার ও প্রতিশোধের এক অন্য ধরনের গল্প নিয়ে মুক্তি পেল 'দুর্গামতী'-র ট্রেলার । সেখানে রয়েছেন আরশাদ ওয়ারসি, মাহি গিল ও জিশু সেনগুপ্ত । আর মুখ্য চরিত্রে একেবারে অন্যরকম লুকে দেখা গেল ভূমি পেদনেকরকে ।

একজন সংগ্রামীর চরিত্রে দেখা গিয়েছে আরশাদকে । যার চরিত্র এতটাই ভালো যা সরকারের কাজে একাধিক বাধা সৃষ্টি করছে । তাই তাকে ফাঁসানোর জন্যই জেল থেকে মুক্ত করা হয় এক মহিলা কয়েদিকে । সেই চরিত্রেই দেখা যাবে ভূমিকে । কীভাবে আরশাদকে ফাঁসাতে হবে তা বোঝানো হয় তাকে । আর এই গোটা ঘটনার জন্য তাকে তৈরি করতে রাখা হয়েছিল দুর্গামতীর প্রাসাদে । কিন্তু, সেখানে ঘটে যায় কিছু ভৌতিক ঘটনা । এভাবেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট । দুর্গামতীর আত্মা ঢুকে পড়ে ওই কয়েদির শরীরে । আর তার মাধ্যমেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে দুর্গামতী । এভাবেই এগোয় ছবির গল্প ।

zsdfsdf
.

ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার ও ভূষণ কুমার । পরিচালনার দায়িত্বে ছিলেন অশোক । আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল 'দুর্গাবতী'। পরে ছবির নাম বদলে দেওয়া হয় 'দুর্গামতী'। যদিও কী কারণে ছবির নাম বদল করা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে 'দুর্গামতী' । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । মধ্য প্রদেশের একটি পুরোনো প্রাসাদে ছবির শুটিং করা হয়েছে । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : বিচার ও প্রতিশোধের এক অন্য ধরনের গল্প নিয়ে মুক্তি পেল 'দুর্গামতী'-র ট্রেলার । সেখানে রয়েছেন আরশাদ ওয়ারসি, মাহি গিল ও জিশু সেনগুপ্ত । আর মুখ্য চরিত্রে একেবারে অন্যরকম লুকে দেখা গেল ভূমি পেদনেকরকে ।

একজন সংগ্রামীর চরিত্রে দেখা গিয়েছে আরশাদকে । যার চরিত্র এতটাই ভালো যা সরকারের কাজে একাধিক বাধা সৃষ্টি করছে । তাই তাকে ফাঁসানোর জন্যই জেল থেকে মুক্ত করা হয় এক মহিলা কয়েদিকে । সেই চরিত্রেই দেখা যাবে ভূমিকে । কীভাবে আরশাদকে ফাঁসাতে হবে তা বোঝানো হয় তাকে । আর এই গোটা ঘটনার জন্য তাকে তৈরি করতে রাখা হয়েছিল দুর্গামতীর প্রাসাদে । কিন্তু, সেখানে ঘটে যায় কিছু ভৌতিক ঘটনা । এভাবেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট । দুর্গামতীর আত্মা ঢুকে পড়ে ওই কয়েদির শরীরে । আর তার মাধ্যমেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে দুর্গামতী । এভাবেই এগোয় ছবির গল্প ।

zsdfsdf
.

ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার ও ভূষণ কুমার । পরিচালনার দায়িত্বে ছিলেন অশোক । আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল 'দুর্গাবতী'। পরে ছবির নাম বদলে দেওয়া হয় 'দুর্গামতী'। যদিও কী কারণে ছবির নাম বদল করা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে 'দুর্গামতী' । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । মধ্য প্রদেশের একটি পুরোনো প্রাসাদে ছবির শুটিং করা হয়েছে । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

Last Updated : Nov 25, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.