ETV Bharat / sitara

"ফোনে কথা বলিয়ে দে", মোদির সঙ্গে কথা বলতে উদগ্রীব অনুপমের মা - Dulari Kher

মোদিকে নিজেরে ছেলে অনুপম খেরের মতোই মনে করেন মা দুলারি খের। আর ভোটের রেজ়াল্টের অনেক আগেই তিনি বলে দিয়েছিলেন যে, মোদিই জিতবে। এতটাই বিশ্বাস করেন তিনি মোদিকে।

অনুপম খের
author img

By

Published : May 26, 2019, 1:13 PM IST

মুম্বই : মোদির জয়ের আগাম শুভেচ্ছা দেখে মোদি নিজেই দুলারি দেবীকে ধন্যবাদ জানিয়েছেন। আর তা দেখে তিনি এতটাই আত্মহারা হয়ে গেছেন যে, মাঝেমাঝেই মোদির সঙ্গে কথা বলার আবদার করে ফেলছেন অনুপম খেরের কাছে।

দুলারি দেবীর সেই আগাম শুভেচ্ছা খুব ভাইরাল হয়। আর সেটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়। মোদি সেই ভিডিয়ো দেখে একটি উত্তরও দেন। অনুপম খেরকে তিনি লেখেন, "আপনার মাকে অনেক ধন্যবাদ, কারণ উনি আমাদের উপর ভরসা রেখেছেন। আমি ওঁকে নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নাগরিকদের আশা পূরণের জন্য আরও পরিশ্রম করব।"

মোদির এই ভদ্রতা দেখে চুপ করে থাকেননি অনুপমও। তিনি আরও একটি পোস্টের মাধ্যমে লিখেছেন যে, "আপনি মাকে ধন্যবাদ জানিয়েছেন দেখে আমার মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছেন। ও বারবার আমায় লেখাটা পড়তে বলছে। মাকে এতটা আনন্দ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। কিন্তু, মা মাঝেমাঝে এতটাই বেশি উত্তেজিত হয়ে উঠছে যে আমায় বলছে "ফোনে কথা বলিয়ে দে"।"

শুধু এটাই নয়, অনুপম খের "দুলারি রকস" বলে বেশ মজার ইমোজিও দিয়েছেন। দুলারি দেবীর স্বপ্ন কি পূরণ হবে? সেটার উত্তর তো একমাত্র অনুপম খেরই দিতে পারেন।

মুম্বই : মোদির জয়ের আগাম শুভেচ্ছা দেখে মোদি নিজেই দুলারি দেবীকে ধন্যবাদ জানিয়েছেন। আর তা দেখে তিনি এতটাই আত্মহারা হয়ে গেছেন যে, মাঝেমাঝেই মোদির সঙ্গে কথা বলার আবদার করে ফেলছেন অনুপম খেরের কাছে।

দুলারি দেবীর সেই আগাম শুভেচ্ছা খুব ভাইরাল হয়। আর সেটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়। মোদি সেই ভিডিয়ো দেখে একটি উত্তরও দেন। অনুপম খেরকে তিনি লেখেন, "আপনার মাকে অনেক ধন্যবাদ, কারণ উনি আমাদের উপর ভরসা রেখেছেন। আমি ওঁকে নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নাগরিকদের আশা পূরণের জন্য আরও পরিশ্রম করব।"

মোদির এই ভদ্রতা দেখে চুপ করে থাকেননি অনুপমও। তিনি আরও একটি পোস্টের মাধ্যমে লিখেছেন যে, "আপনি মাকে ধন্যবাদ জানিয়েছেন দেখে আমার মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছেন। ও বারবার আমায় লেখাটা পড়তে বলছে। মাকে এতটা আনন্দ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। কিন্তু, মা মাঝেমাঝে এতটাই বেশি উত্তেজিত হয়ে উঠছে যে আমায় বলছে "ফোনে কথা বলিয়ে দে"।"

শুধু এটাই নয়, অনুপম খের "দুলারি রকস" বলে বেশ মজার ইমোজিও দিয়েছেন। দুলারি দেবীর স্বপ্ন কি পূরণ হবে? সেটার উত্তর তো একমাত্র অনুপম খেরই দিতে পারেন।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.