মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণার পরই গতকাল মুম্বইয়ের বান্দ্রা স্টেশন চত্বরে জড়ো হন ভিনরাজ্যের হাজার হাজার আটকে পড়া শ্রমিক । তাঁদের দাবি, সরকার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিক । আর তাঁদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ । যদিও এই ঘটনায় পুলিশের লাঠিচার্জ একেবারেই মেনে নিতে পারছেন না পরিচালক অনুভব সিনহা । বরং তাঁদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন তিনি ।
এ প্রসঙ্গে টুইটে অনুভব লেখেন, "আমি উত্তরপ্রদেশের সীমান্ত ঘেঁষা বিহারের বাসিন্দা । এই মানুষগুলোকে ভালোভাবে জানি । তাঁদের সঙ্গেই বড় হয়েছি । এঁরা যখন রেগে যান তখন খুবই রেগে যান । কয়েশো মাইল হেঁটেই তাঁদের বাড়ি ফিরতে হবে । এখন তাঁরা খাবার নিয়ে খুব একটা চিন্তিত নয় । দয়া করে তাঁদের সঙ্গে কথা বলুন !!! তাঁদের উপর লাঠিচার্জ করবেন না ।"
-
I am from UP bordering Bihar. I know these people. I have grown up with them. Let me tell you something, when they get angry they get very angry. They walk hundreds of miles to go home. Right now they are not worried about food. Talk to them. PLEASE!!! Don't lathi charge them.
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am from UP bordering Bihar. I know these people. I have grown up with them. Let me tell you something, when they get angry they get very angry. They walk hundreds of miles to go home. Right now they are not worried about food. Talk to them. PLEASE!!! Don't lathi charge them.
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020I am from UP bordering Bihar. I know these people. I have grown up with them. Let me tell you something, when they get angry they get very angry. They walk hundreds of miles to go home. Right now they are not worried about food. Talk to them. PLEASE!!! Don't lathi charge them.
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020
এ প্রসঙ্গে অনুভব আরও লেখেন, "এই শ্রমিকরা মুম্বইতে যেখানে থাকেন সেই বাড়িকে তাঁরা ব্যবহার করেন রাতে বিশ্রামের জন্য । এক মাস বাইরে না বেরিয়ে সেই বাড়িগুলোকে থাকা একেবারেই সম্ভব নয় । আর সেই কারণেই তাঁরা নিজেদের বাড়ি ফিরতে চাইছেন । সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি তাঁদের বোঝানোর আগে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত ছিল । কারণ তাঁরা যেই বাড়িতে থাকেন সেখানে কোনওভাবেই দূরত্ব বজায় রাখা সম্ভব নয় ।"
-
This HAD TO BE addresses before we started to explain Social Distancing to them. There is No distance at their homes. But when was the last time a policy was made keeping them in mind??? https://t.co/YiWNATRdpZ
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This HAD TO BE addresses before we started to explain Social Distancing to them. There is No distance at their homes. But when was the last time a policy was made keeping them in mind??? https://t.co/YiWNATRdpZ
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020This HAD TO BE addresses before we started to explain Social Distancing to them. There is No distance at their homes. But when was the last time a policy was made keeping them in mind??? https://t.co/YiWNATRdpZ
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020
এই সব শ্রমিকদের এখন খাবার বা খাদ্য সামগ্রী দিলে হবে না । খাবারের কথা তাঁরা একেবারেই চিন্তা করছেন না । বলে জানিয়েছেন অনুভব । টুইটে তিনি লেখেন, "এই সময় খাবার বা খাদ্য সামগ্রী নিয়ে কথা বলা বন্ধ করুন । এখানে থাকার জায়গার কথা বলা হচ্ছে । ভাবুন তো একবার 8ফুট বাই 8ফুটের একটা ঘর । যার কোণে রয়েছে রান্নার জন্য ছোট্ট একটা জায়গা । কয়েকটা বাড়িতে আবার ছোট্ট একটা জানলা থাকে । যেখান থেকে কিছুই দেখতে পাওয়া যায় না । টয়লেট বাড়ি থেকে অনেকটাই দূরে । এইরকম একটা ঘরে তিনজন শ্রমিক থাকেন । আর সেই তিনজন শ্রমিকই বান্দ্রায় এসেছেন । এবার বুঝতে পেরেছেন ?"
-
Try imagining a dingy 8ftx8ft room. One small cooking area in a corner. In some cases a 2ftx1ft window looking at nothing. Community toilets minimum 100ft away. Put three migrants in this room. Those three migrants have come to Bandra. Understood?
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Try imagining a dingy 8ftx8ft room. One small cooking area in a corner. In some cases a 2ftx1ft window looking at nothing. Community toilets minimum 100ft away. Put three migrants in this room. Those three migrants have come to Bandra. Understood?
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020Try imagining a dingy 8ftx8ft room. One small cooking area in a corner. In some cases a 2ftx1ft window looking at nothing. Community toilets minimum 100ft away. Put three migrants in this room. Those three migrants have come to Bandra. Understood?
— Anubhav Sinha (@anubhavsinha) April 14, 2020
মার্চে আচমকা লকডাউন ঘোষণার পর বাড়ি ফেরানোর দাবিতে দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালে ভিড় জমিয়েছিলেন ভিন রাজ্যের প্রচুর শ্রমিক । এই একই ছবি দেখা গিয়েছিল গুজরাতের সুরাতেও । আর গতকাল সেই স্মৃতিকেই উসকে দিল মুম্বইয়ের বান্দ্রা । গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । জানান, 3 মে পর্যন্ত লকডাউন চলবে । তার ঠিক কয়েক ঘণ্টা পরই মুম্বইয়ের বান্দ্রা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান ভিন রাজ্যের শ্রমিকরা । তাঁদের দাবি, দ্রুত নিজেদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করতে হবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় ।