মুম্বই : খাঁচায় বন্দি জীবন নয়, ওরা দু'জন উড়তে চেয়েছিল । নিজের মনের করে বাঁচতে চেয়েছিল । মধ্যবিত্ত পরিবারের অদৃশ্য শিকলগুলোকে ভেঙে নিজের শরীর-মনকে প্রাধান্য দিতে চেয়েছিল । ওরা মানে ডলি আর কিটি । তাদেরই গল্প বলবে 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে' ।
নানাবিধ কারণের জন্য অনেকদিন ধরেই আটকে ছিল অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবি । তবে আর দেরি নয় । 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি । কঙ্কনা সেন শর্মা আর ভূমি পেদনেকর ছাড়াও ছবিতে রয়েছেন বিক্রান্ত মাসে, অমল পরাসর, করণ কুন্দ্র, কুব্রা সইতের মতো অভিনেতারা ।
কঙ্কনা আর ভূমির অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই । দুই পাওয়ার হাউজ় অফ অ্যাক্টিং-কে একসঙ্গে পরদায় দেখা সত্যিই একটা ট্রিট । ট্রেলারই সেই ট্রিটের একটু স্বাদ দিয়েছেন দুই অভিনেত্রী ।
'লিপস্টিক আন্ডার মাই বুর্খা'-র পরিচালক অলংকৃতা কিছুটা একই রঙে রাঙিয়েছেন এই ছবিটিকেও, ট্রেলারেই রয়েছে ইঙ্গিত । বাকিটা 18 তারিখের অপেক্ষায় । দেখে নিন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">