ETV Bharat / sitara

প্রকাশ্যে দিব্যার 'ধাকড়' লুক - প্রকাশ্যে দিব্যার ধাকড় লুক

প্রকাশ্যে এল 'ধাকড়' ছবিতে দিব্যার ফার্স্টলুক পোস্টার । তাঁর চরিত্রের নাম রোহিনী । এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করেননি বলে জানিয়েছেন অভিনেত্রী ।

োে্
োে্
author img

By

Published : Jan 20, 2021, 3:13 PM IST

মুম্বই : 'ধাকড়' ছবিতে কঙ্গনা রানাওয়াত ও অর্জুন রামপালের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিব্যা দত্ত । প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক । তাঁর চরিত্রের নাম রোহিনী ।

সোশাল মিডিয়ায় আজ নিজের লুক শেয়ার করেন দিব্যা । সেখানে তাঁর পরনে হ্যান্ডলুম শাড়ি, প্রিন্টেড ব্লাউজ়, অক্সিডাইজ়ের গয়না । আলতা দিয়ে আঁকা রয়েছে হাতে । এক হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট । লুক প্রকাশ্যে এলেও তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ।

লুক শেয়ার করে দিব্যা লেখেন, "দেখতে ভয়ঙ্কর লাগছে, তবে এই লুকের মাধ্যমে সে কতটা খারাপ সেটা বোঝা যাচ্ছে না ! #ধাকড়ে রোহিনী হিসেবে আমার লুক তুলে ধরলাম । 2021 এর 1 অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ।"

এই ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি দিব্যা । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি । আর আমি যে ধরনের মানুষ তার থেকে এই চরিত্র একেবারেই আলাদা । এই চরিত্র সম্পর্কে বেশি কিছু বলতে পারব না । শুধু এটুকু বলতে পারি যে এই চরিত্রের মধ্যে ঢোকার জন্য অনেকটা কসরত করতে হয়েছে আমাকে । কঙ্গনা ও অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি । আর একটা মহিলা কেন্দ্রিক অ্যাকশন ছবির অংশ হতে পেরে খুবই আনন্দিত । আশাকরি ধাকড়ের মাধ্যমে একটা আলাদা ট্রেন্ড শুরু হবে ইন্ডাস্ট্রিতে ।"

গতকাল মুক্তি পেয়েছিল ছবিতে অর্জুনের লুক । সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে । চরিত্রের নাম রুদ্রবীর । আর কঙ্গনার চরিত্রের নাম এজেন্ট অগ্নি । একজন সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করবেন রজ়নীশ রেজ়ি ঘাই । প্রযোজনা করবেন দীপক মুকুট ও সোহেল মাকলাই । সব ঠিক থাকলে চলতি বছরের 1 অক্টোবর মুক্তি পাবে 'ধাকড়'।

মুম্বই : 'ধাকড়' ছবিতে কঙ্গনা রানাওয়াত ও অর্জুন রামপালের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিব্যা দত্ত । প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক । তাঁর চরিত্রের নাম রোহিনী ।

সোশাল মিডিয়ায় আজ নিজের লুক শেয়ার করেন দিব্যা । সেখানে তাঁর পরনে হ্যান্ডলুম শাড়ি, প্রিন্টেড ব্লাউজ়, অক্সিডাইজ়ের গয়না । আলতা দিয়ে আঁকা রয়েছে হাতে । এক হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট । লুক প্রকাশ্যে এলেও তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ।

লুক শেয়ার করে দিব্যা লেখেন, "দেখতে ভয়ঙ্কর লাগছে, তবে এই লুকের মাধ্যমে সে কতটা খারাপ সেটা বোঝা যাচ্ছে না ! #ধাকড়ে রোহিনী হিসেবে আমার লুক তুলে ধরলাম । 2021 এর 1 অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ।"

এই ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি দিব্যা । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি । আর আমি যে ধরনের মানুষ তার থেকে এই চরিত্র একেবারেই আলাদা । এই চরিত্র সম্পর্কে বেশি কিছু বলতে পারব না । শুধু এটুকু বলতে পারি যে এই চরিত্রের মধ্যে ঢোকার জন্য অনেকটা কসরত করতে হয়েছে আমাকে । কঙ্গনা ও অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি । আর একটা মহিলা কেন্দ্রিক অ্যাকশন ছবির অংশ হতে পেরে খুবই আনন্দিত । আশাকরি ধাকড়ের মাধ্যমে একটা আলাদা ট্রেন্ড শুরু হবে ইন্ডাস্ট্রিতে ।"

গতকাল মুক্তি পেয়েছিল ছবিতে অর্জুনের লুক । সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে । চরিত্রের নাম রুদ্রবীর । আর কঙ্গনার চরিত্রের নাম এজেন্ট অগ্নি । একজন সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করবেন রজ়নীশ রেজ়ি ঘাই । প্রযোজনা করবেন দীপক মুকুট ও সোহেল মাকলাই । সব ঠিক থাকলে চলতি বছরের 1 অক্টোবর মুক্তি পাবে 'ধাকড়'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.