মুম্বই : সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়ানের মৃত্যু ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে অনেক জটিলতা । বিশেষ করে তাঁর যৌনাঙ্গে ক্ষতচিহ্ন দেখার পর মৃত্যুর কারণ নিয়ে বেড়েছে সন্দেহ । আর এরই মধ্যে সামনে এল একটি নতুন ভিডিয়ো ।
একাধিক সংবাদমাধ্যমের দাবি যে, সেই ভিডিয়োটি মৃত্যুর আগে দিশার তোলা শেষ ভিডিয়ো । টেলিভিশনে হৃতিকের সিনেমা চালিয়ে বন্ধুদের সঙ্গে নাচানাচি করতে দেখা গেল দিশাকে । তাঁর মধ্যে অবসাদের কোনও ছাপই নেই ।
সোশাল মিডিয়ার দৌলতে ভাইরাল সেই ভিডিয়ো । দেখে নিন...
দিশার মৃত্যুর পর নাকি সুশান্তের মধ্যে মৃত্যু ভয় কাজ করতে শুরু করে । জিয়া খানের মৃত্যুর সঙ্গে দিশার ঘটনার মিল খুঁজে পান সুশান্ত । তাঁর মনে হতে থাকে, যারা দিশাকে 'হত্যা' করেছে তারা খুব তাড়াতাড়ি সুশান্তেরও পিছনে পড়বে ।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানান সুশান্তের এক বন্ধু । তবে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করেনি ETV ভারত সিতারা ।