ETV Bharat / sitara

পরিচালকরা আমার শরীরের বিশেষ অংশ দেখতে চাইতেন : সুরবীন চাওলা - mumbai

অভিনয় জীবনে অনেকবার কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে অভিনেত্রী সুরবীন চাওলাকে । পরিচালকরা তাঁর শরীরের বিভিন্ন অংশ দেখতে চাইতেন বলেও জানান তিনি ।

সুরভীন চাওলা
author img

By

Published : Sep 24, 2019, 10:58 AM IST

মুম্বই : কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরবীন চাওলা । তিনি জানান, একটা সময় ছিল যখন পরিচালক তাঁর ক্লিভেজ দেখতে চাইতেন । একজন তাঁর উরুও দেখতে চেয়েছিলেন বলেও জানান তিনি ।

অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেন টিভি শো 'কঁহি তো হোগা' দিয়ে । এছাড়াও ছোটো পরদায় আরও অনেক প্রোজেক্ট করেছেন । তিনি বলিউড ছাড়াও তেলুগু, কন্নড় ও তামিল ছবিতেও অভিনয় করেছেন ।

অভিনেত্রী জানান, তাঁকে মোট পাঁচবার কাস্টিং কাউচের শিকার হতে হয় । তিনবার দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও দু'বার বলিউডে ।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় সুরবীন বলেন, "একজন পরিচালক দেখতে চেয়েছিলেন আমার ক্লিভেজ কেমন দেখতে । আর একজন পরিচালক আমার উরু কেমন দেখতে চেয়েছিলেন ।"

একটা সময় তাঁকে ওজন বেশিও বলা হয়েছে । তিনি বলেন, "আমি একটি অডিশন দিতে গিয়েছিলাম । সেখানে একজন আমাকে বলে আমার ওজন বেশি । অথচ আমার ওজন ছিল 56 কিলোগ্রাম । আমার মনে হয়েছিল তার চশমার প্রয়োজন ।"

টিভি ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি একটুও সহজ ছিল না । তিনি বলেন, "হ্যাঁ । একটা সময় ছিল যখন মানুষ বলত টেলিভিশনের জন্য আমি ওভারএক্সপোজ়ড । কিছু সময়ের জন্য আমি প্রযোজকদের কাছ থেকে এটা লুকোনোর চেষ্টা করেছি ।"

মুম্বই : কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরবীন চাওলা । তিনি জানান, একটা সময় ছিল যখন পরিচালক তাঁর ক্লিভেজ দেখতে চাইতেন । একজন তাঁর উরুও দেখতে চেয়েছিলেন বলেও জানান তিনি ।

অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেন টিভি শো 'কঁহি তো হোগা' দিয়ে । এছাড়াও ছোটো পরদায় আরও অনেক প্রোজেক্ট করেছেন । তিনি বলিউড ছাড়াও তেলুগু, কন্নড় ও তামিল ছবিতেও অভিনয় করেছেন ।

অভিনেত্রী জানান, তাঁকে মোট পাঁচবার কাস্টিং কাউচের শিকার হতে হয় । তিনবার দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও দু'বার বলিউডে ।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় সুরবীন বলেন, "একজন পরিচালক দেখতে চেয়েছিলেন আমার ক্লিভেজ কেমন দেখতে । আর একজন পরিচালক আমার উরু কেমন দেখতে চেয়েছিলেন ।"

একটা সময় তাঁকে ওজন বেশিও বলা হয়েছে । তিনি বলেন, "আমি একটি অডিশন দিতে গিয়েছিলাম । সেখানে একজন আমাকে বলে আমার ওজন বেশি । অথচ আমার ওজন ছিল 56 কিলোগ্রাম । আমার মনে হয়েছিল তার চশমার প্রয়োজন ।"

টিভি ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি একটুও সহজ ছিল না । তিনি বলেন, "হ্যাঁ । একটা সময় ছিল যখন মানুষ বলত টেলিভিশনের জন্য আমি ওভারএক্সপোজ়ড । কিছু সময়ের জন্য আমি প্রযোজকদের কাছ থেকে এটা লুকোনোর চেষ্টা করেছি ।"

Intro:Body:

Surveen Chawla


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.