ETV Bharat / sitara

ফের মৃত্যুসংবাদ দিলীপ সাহেবের বাড়িতে - দিলীপ কুমারের খবর

ফের একবার মৃত্যুসংবাদ দিলীপ কুমারের বাড়িতে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হারলেন অভিনেতার ভাই ঈশান খান ।

Dilip kumar brother corona effected
Dilip kumar brother corona effected
author img

By

Published : Sep 3, 2020, 12:53 PM IST

Updated : Sep 3, 2020, 6:12 PM IST

মুম্বই : গত মাসে 21 অগাস্ট কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান দিলীপ কুমারের ছোটো ভাই আসলম খান । পুরোপুরি এক মাসও কাটেনি । এরই মধ্যে আরও এক মৃত্যু সংবাদ । একই কারণে মারা গেলেন দিলীপ সাহেবের আরও এক ভাই ঈশান খান ।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঈশান । গতকাল রাত 11টার সময় ঘটনাটি ঘটে, জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে ।

ফয়সল ফারুকি, দিলীপে কুমারের ফ্যামিলি ফ্রেন্ড, টুইটারের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন । তিনি লিখেছেন, "কয়েক ঘণ্টা আগেই দিলীপ সাহেবের ভাই ঈশান খান মারা গেছেন । কিছু দিন আগে ওঁর ছোটো ভাই আসলম খানও আমাদের ছেড়ে চলে গেছেন । আমরা সবাই ভগবানের সন্তান আর আমাদের ভগবানের কাছেই ফিরতে হয় ।"

ফয়সল সবাইকে অনুরোধ করেছেন যেন তাঁরা ঈশান আর আসলমের আত্মার শান্তি কামনা করেন । দেখে নিন টুইট...

Dilip kumar brother corona effected
সৌজন্যে টুইটার..

কোরোনা প্রকোপ বাড়ার সময় থেকে অর্থাৎ সেই মার্চ মাস থেকে কোয়ারানটিনে রয়েছেন 97 বছরের দিলীপ কুমার ।

মুম্বই : গত মাসে 21 অগাস্ট কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান দিলীপ কুমারের ছোটো ভাই আসলম খান । পুরোপুরি এক মাসও কাটেনি । এরই মধ্যে আরও এক মৃত্যু সংবাদ । একই কারণে মারা গেলেন দিলীপ সাহেবের আরও এক ভাই ঈশান খান ।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঈশান । গতকাল রাত 11টার সময় ঘটনাটি ঘটে, জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে ।

ফয়সল ফারুকি, দিলীপে কুমারের ফ্যামিলি ফ্রেন্ড, টুইটারের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন । তিনি লিখেছেন, "কয়েক ঘণ্টা আগেই দিলীপ সাহেবের ভাই ঈশান খান মারা গেছেন । কিছু দিন আগে ওঁর ছোটো ভাই আসলম খানও আমাদের ছেড়ে চলে গেছেন । আমরা সবাই ভগবানের সন্তান আর আমাদের ভগবানের কাছেই ফিরতে হয় ।"

ফয়সল সবাইকে অনুরোধ করেছেন যেন তাঁরা ঈশান আর আসলমের আত্মার শান্তি কামনা করেন । দেখে নিন টুইট...

Dilip kumar brother corona effected
সৌজন্যে টুইটার..

কোরোনা প্রকোপ বাড়ার সময় থেকে অর্থাৎ সেই মার্চ মাস থেকে কোয়ারানটিনে রয়েছেন 97 বছরের দিলীপ কুমার ।

Last Updated : Sep 3, 2020, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.