মুম্বই : বলিউড লেজেন্ড দিলীপ কুমার আর তাঁর স্ত্রী এবং অভিনেত্রী সায়রা বানু ফ্যানেদের একটা দারুণ ট্রিট দিলেন । একইসঙ্গে গোলাপি পোশাকে ধরা দিলেন দম্পতি । এখনও তাঁদের দেখে চোখ ফেরানো দায় ।
এযাবৎ কালে দিলীপ কুমারের অসুস্থতার খবর পাওয়া গেছে বারবার । সেই খবর শুনে মন ভেঙেছে ফ্যানেদের । তাই হঠাৎ করে প্রিয় অভিনেতা দিলীপ সাহেবের এমন ফ্রেশ লুক দেখে বেশ খুশি তারা ।
"গোলাপি । প্রিয় শার্ট । ভগবান সকলের মঙ্গল করুন ।", টুইটারে এমনই ক্যাপশন দিয়েছেন দিলীপ কুমার । সায়রা বানুর সঙ্গে হাতে হাত দিয়ে বাগানে তোলা সেই ছবি ।
ছবিটি দেখে কেউ লিখেছেন, "ভালো থাকুন । গোলাপি রঙে দারুণ লাগছে আপনাকে ।"
তো কারও মন্তব্য, "আপনারা দু'জনেই সুস্থ থাকুন এবং এভাবেই আনন্দে থাকুন ।" দেখে নিন পোস্টটি...
-
Pink. Favorite shirt. God’s mercy upon all of us. pic.twitter.com/04HyuDFfAB
— Dilip Kumar (@TheDilipKumar) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pink. Favorite shirt. God’s mercy upon all of us. pic.twitter.com/04HyuDFfAB
— Dilip Kumar (@TheDilipKumar) September 30, 2020Pink. Favorite shirt. God’s mercy upon all of us. pic.twitter.com/04HyuDFfAB
— Dilip Kumar (@TheDilipKumar) September 30, 2020
1966 সালে যখন দিলীপ আর সায়রা বিয়ে করেন তখন পাত্রের বয়স 44 আর পাত্রী 22, ফারাক 22 বছরের । তবে প্রেমের কাছে বয়সটা কোনও ম্যাটার করে না তা ভালোই বুঝিয়েছেন দম্পতি ।