ETV Bharat / sitara

'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাকে প্রাণবন্ত সুশান্ত - friendzoned

মুক্তি পেল 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । এই গানে কলেজের একটি অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd
author img

By

Published : Jul 10, 2020, 1:38 PM IST

মুম্বই : মুক্তি পেল 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত সিং রাজপুত । তার মাঝে কয়েক ঝলক দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে ।

কলেজের সবথেকে কুল ছাত্র ম্যানি । জীবনের প্রতিটা মুহূর্তকে যে সুন্দরভাবে উপভোগ করতে জানে । প্রতিটা মুহূর্তই তার কাছে খুব দামী । কলেজে তার সঙ্গে পরিচয় হয় কিজ়ি বাসুর । যার জীবনে সমস্যার কোনও শেষ নেই । জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে সে জানেই না । এভাবেই একদিন তার সঙ্গে পরিচয় হয় প্রাণবন্ত ম্যানির । কিজ়ির জীবনকে পুরো বদলে দেয় সে । বাঁচতে শেখায় তাকে । আর এভাবেই এগোয় ছবির গল্প । আজ মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক ।

এই গানে কলেজের একটি অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গিয়েছে সুশান্ত থুরি ম্যানিকে । অনবদ্য নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি । তবে নাচকে কেবলমাত্র স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি । গানের তালে পৌঁছে যান দর্শকাসনেও । দর্শকদের সঙ্গেও কোমর দোলাতে দেখা যায় তাঁকে । আর সুশান্তের জীবনের এই শেষ গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান ।

গান প্রসঙ্গে পরিচালক মুকেশ ছাবড়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "ফারাহ খান গানটা কোরিওগ্রাফ করেছেন । সুশান্ত কেবলমাত্র একদিন রিহার্সাল করেছিল । আর একটা শটেই পুরো গানটার শুটিং করে ও ।"

অন্যদিকে এই গান নিয়ে আনন্দিত ছিলেন ফারাহও । কারণ, এই প্রথমবার সুশান্তকে কোরিওগ্রাফ করেন তিনি । বলেন, "আমরা অনেকদিনের বন্ধু, তবে কোনওদিন একসঙ্গে কাজ করিনি । আমি জানতাম সুশান্ত পারফেক্ট করবে । তাই একটা শটেই পুরো গানটা শুট করতে চেয়েছিলাম ।" আর সেটাই হয়েছিল । একটা শটেই পুরো গানটা শুট করা হয় । তার পুরস্কার হিসেবে সুশান্তকে একদিন খাইয়ে দেন ফারাহ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও কোনও কিছুই আর দেখে যাওয়া হল না সুশান্তের । ছবির মুক্তির আগেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ইতিমধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ছবির ট্রেলার । গানের ভিডিয়োও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । তবে ছবিটা দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার । তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত । কারণ ওই দিনই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : মুক্তি পেল 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত সিং রাজপুত । তার মাঝে কয়েক ঝলক দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে ।

কলেজের সবথেকে কুল ছাত্র ম্যানি । জীবনের প্রতিটা মুহূর্তকে যে সুন্দরভাবে উপভোগ করতে জানে । প্রতিটা মুহূর্তই তার কাছে খুব দামী । কলেজে তার সঙ্গে পরিচয় হয় কিজ়ি বাসুর । যার জীবনে সমস্যার কোনও শেষ নেই । জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে সে জানেই না । এভাবেই একদিন তার সঙ্গে পরিচয় হয় প্রাণবন্ত ম্যানির । কিজ়ির জীবনকে পুরো বদলে দেয় সে । বাঁচতে শেখায় তাকে । আর এভাবেই এগোয় ছবির গল্প । আজ মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক ।

এই গানে কলেজের একটি অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গিয়েছে সুশান্ত থুরি ম্যানিকে । অনবদ্য নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি । তবে নাচকে কেবলমাত্র স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি । গানের তালে পৌঁছে যান দর্শকাসনেও । দর্শকদের সঙ্গেও কোমর দোলাতে দেখা যায় তাঁকে । আর সুশান্তের জীবনের এই শেষ গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান ।

গান প্রসঙ্গে পরিচালক মুকেশ ছাবড়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "ফারাহ খান গানটা কোরিওগ্রাফ করেছেন । সুশান্ত কেবলমাত্র একদিন রিহার্সাল করেছিল । আর একটা শটেই পুরো গানটার শুটিং করে ও ।"

অন্যদিকে এই গান নিয়ে আনন্দিত ছিলেন ফারাহও । কারণ, এই প্রথমবার সুশান্তকে কোরিওগ্রাফ করেন তিনি । বলেন, "আমরা অনেকদিনের বন্ধু, তবে কোনওদিন একসঙ্গে কাজ করিনি । আমি জানতাম সুশান্ত পারফেক্ট করবে । তাই একটা শটেই পুরো গানটা শুট করতে চেয়েছিলাম ।" আর সেটাই হয়েছিল । একটা শটেই পুরো গানটা শুট করা হয় । তার পুরস্কার হিসেবে সুশান্তকে একদিন খাইয়ে দেন ফারাহ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও কোনও কিছুই আর দেখে যাওয়া হল না সুশান্তের । ছবির মুক্তির আগেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ইতিমধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ছবির ট্রেলার । গানের ভিডিয়োও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । তবে ছবিটা দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার । তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত । কারণ ওই দিনই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.