মুম্বই : ক্যারিয়ারের শুরুর দিক থেকেই শক্তি কাপুরের সঙ্গে বন্ধুত্ব জ্যাকি শ্রফের । একে অপরের কথা শুনে চলতেন তাঁরা । এমনকী, প্রথম বাড়ি কেনার জন্য জ্যাকিকে রাজি করিয়েছিলেন শক্তি কাপুরই ।
সম্প্রতি 'সা রে গা মা পা লিটল চ্যাম্প'-এর মঞ্চে এসেছিলেন শক্তি কাপুর । সেখানেই জ্যাকির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা উল্লেখ করেন তিনি ।
বরাবরই গাড়ির প্রতি ভালোবাসা রয়েছে জ্যাকির । ক্যারিয়ারের শুরুর দিকে শহরের একটি ছোটো বাড়িতে থাকতেন । কিন্তু, সুযোগ পেলেই নতুন গাড়ি কিনতেন । এ প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, "জ্যাকির পাশাপাশি গাড়ি কেনার শখ রয়েছে সলমান খান ও গোবিন্দার ।"
গাড়ি কেনার পাশাপাশি দুস্থ মানুষদের সাহায্য করেন জ্যাকি । মূলত যাঁরা রাস্তার পাশে থাকেন তাঁদের দু'হাত ভরে সাহায্য করেন তিনি ।
তবে জ্যাকির গাড়ি কেনার স্বভাব নিয়ে খুবই চিন্তায় ছিলেন তাঁর মা । এরপর সেই কথা একদিন শক্তিকে জানান তিনি । শক্তি বলেন, "জ্যাকির মা জানতেন যে সে আমার কথা ফেলতে পারবে না । তার মায়ের কথা শোনার পর আমি জ্যাকিকে বোঝাই । কয়েকদিনের জন্য তাকে অর্থ সাহায্যের কাজ স্থগিত রাখতে বলি । আর বোঝাই নিজের মাথার উপর একটা শক্ত ছাদ থাকাটা খুবই প্রয়োজনীয় । আমার কথা শুনেছিল জ্যাকি । এরপর একদিন সে আমাকে ফোন করে বলে, যে সে একটা বড় বাড়ি কিনেছে ।"
একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন জ্যাকি শ্রফ ও শক্তি কাপুর । তার মধ্যে 'হালচাল' ও 'বন্ধন' অন্যতম ।