ETV Bharat / sitara

সলমনকে "সিঙ্গল" বলে মশকরা করলেন শাহরুখ ? - সলমনকে ঠুকলেন শাহরুখ ?

সলমন খানকে "সিঙ্গল" বলে মশকরা করলেন শাহরুখ খান ?

shah rukh khan taunts salman khan
shah rukh khan taunts salman khan
author img

By

Published : Apr 20, 2020, 9:56 PM IST

মুম্বই : আজই মুক্তি পেয়েছে সলমন খানের গান 'পেয়ার করোনা' । গানটি কেমন লাগল শাহরুখের ? এই প্রশ্নে কিং খান দিলেন এক মজার উত্তর ।

টুইটারে শাহরুখ #asksrk নাম দিয়ে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করছিলেন । সেখানে তাঁকে এক ফ্যান প্রশ্ন করেন যে, সলমনের নতুন গান 'পেয়ার করোনা' কেমন লেগেছে শাহরুখের ?

উত্তরে শাহরুখ বললেন, "ভাই একজন দারুণ সিঙ্গল আর সিঙ্গার" । আর শাহরুখের এই 'সিঙ্গল' শব্দটা নিয়েই জল্পনা শুরু ফ্যানেদের ।

'সিঙ্গল' বলতে শাহরুখ 'পেয়ার করোনা' গানটিকেও বোঝাতে পারেন আবার সলমনের ব্যাচেলর স্টেটাসকেও বোঝাতে পারেন ।

আবার 'ভাই' বলতে শাহরুখ সেই ফ্যানকেও বোঝাতে পারেন আবার সলমনকেও অ্যাড্রেস করতে পারেন । তাই শাহরুখের উত্তরটা খুব কনফিউজ়িং ফ্যানেদের কাছে ।

একটা সময় শাহরুখ আর সলমনের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়িয়েছে বি-টাউনে । তাঁদের মধ্যে নাকি জমেছিল অনেক তিক্ততা । তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা ছেড়ে একে অপরের বন্ধু হয়ে উঠেছেন দু'জনে । এখন বেশ কর্ডিয়াল সম্পর্ক বজায় রেখে চলেন দুই সুপারস্টারেরা ।

মুম্বই : আজই মুক্তি পেয়েছে সলমন খানের গান 'পেয়ার করোনা' । গানটি কেমন লাগল শাহরুখের ? এই প্রশ্নে কিং খান দিলেন এক মজার উত্তর ।

টুইটারে শাহরুখ #asksrk নাম দিয়ে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করছিলেন । সেখানে তাঁকে এক ফ্যান প্রশ্ন করেন যে, সলমনের নতুন গান 'পেয়ার করোনা' কেমন লেগেছে শাহরুখের ?

উত্তরে শাহরুখ বললেন, "ভাই একজন দারুণ সিঙ্গল আর সিঙ্গার" । আর শাহরুখের এই 'সিঙ্গল' শব্দটা নিয়েই জল্পনা শুরু ফ্যানেদের ।

'সিঙ্গল' বলতে শাহরুখ 'পেয়ার করোনা' গানটিকেও বোঝাতে পারেন আবার সলমনের ব্যাচেলর স্টেটাসকেও বোঝাতে পারেন ।

আবার 'ভাই' বলতে শাহরুখ সেই ফ্যানকেও বোঝাতে পারেন আবার সলমনকেও অ্যাড্রেস করতে পারেন । তাই শাহরুখের উত্তরটা খুব কনফিউজ়িং ফ্যানেদের কাছে ।

একটা সময় শাহরুখ আর সলমনের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়িয়েছে বি-টাউনে । তাঁদের মধ্যে নাকি জমেছিল অনেক তিক্ততা । তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা ছেড়ে একে অপরের বন্ধু হয়ে উঠেছেন দু'জনে । এখন বেশ কর্ডিয়াল সম্পর্ক বজায় রেখে চলেন দুই সুপারস্টারেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.