ETV Bharat / sitara

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আট বছর ডায়নার.. - ডায়না পেন্টির খবর

দেখতে দেখতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আট বছর কাটিয়ে ফেললেন ডায়না পেন্টি । এই পুরো সময়টা তাঁর কাছে একটা লার্নিং প্রোসেসের মতোই ছিল, জানালেন IANS-কে ।

Diana Penty on films and lesson
Diana Penty on films and lesson
author img

By

Published : Jul 4, 2020, 2:24 PM IST

মুম্বই : 2012 সালে 'ককটেল' দিয়ে বলিউডের বড় পরদায় যাত্রা শুরু করেন ডায়না পেন্টি । দেখতে দেখতে কেটে গেল আটটা বছর । ডায়নার মতে, "এটা একটা দারুণ জার্নি ছিল" ।

IANS-কে অভিনেত্রী বললেন, "অনেক কিছু শিখেছি আমি এই জার্নি থেকে । প্রতিটা ফিল্ম নতুন কিছু শিখিয়েছে আমায়, সেটা নিজের সম্পর্কে হতে পারে, নিজের কাজের সম্পর্কে হতে পারে বা মানুষ সম্পর্কে হতে পারে ।"

এতগুলো বছর অনেক প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করে ধন্য ডায়না । 'লক্ষ্ণৌ সেন্ট্রাল', 'হ্যাপি ভাগ জায়গি', 'পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান'-এর মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ।

Diana Penty on films and lesson
.

স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে নিজের মনের পথকে অনুসরণ করেন ডায়না । আর সেটা কখনই তাঁকে বিপথে চালিত করে না বলে জানিয়েছেন অভিনেত্রী ।

মুম্বই : 2012 সালে 'ককটেল' দিয়ে বলিউডের বড় পরদায় যাত্রা শুরু করেন ডায়না পেন্টি । দেখতে দেখতে কেটে গেল আটটা বছর । ডায়নার মতে, "এটা একটা দারুণ জার্নি ছিল" ।

IANS-কে অভিনেত্রী বললেন, "অনেক কিছু শিখেছি আমি এই জার্নি থেকে । প্রতিটা ফিল্ম নতুন কিছু শিখিয়েছে আমায়, সেটা নিজের সম্পর্কে হতে পারে, নিজের কাজের সম্পর্কে হতে পারে বা মানুষ সম্পর্কে হতে পারে ।"

এতগুলো বছর অনেক প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করে ধন্য ডায়না । 'লক্ষ্ণৌ সেন্ট্রাল', 'হ্যাপি ভাগ জায়গি', 'পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান'-এর মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ।

Diana Penty on films and lesson
.

স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে নিজের মনের পথকে অনুসরণ করেন ডায়না । আর সেটা কখনই তাঁকে বিপথে চালিত করে না বলে জানিয়েছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.