ETV Bharat / sitara

দ্বিতীয় বিয়ে করছেন দিয়া ? - দিয়া মির্জ়ার খবর

দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া মির্জ়া । শোনা যাচ্ছে মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ।

Dia Mirza second marriage
Dia Mirza second marriage
author img

By

Published : Feb 13, 2021, 3:24 PM IST

মুম্বই : দিয়া মির্জ়ার জীবনে ফের প্রেমের হাওয়া । শোনা যাচ্ছে ভ্যালেন্টাইন'স ডে-র ঠিক পরের দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া ।

2019 সালে প্রযোজক সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দিয়ার । 11 বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন দিয়া আর সাহিল । ব্যক্তিগত সমস্যার কারণে পরিণত দু'টি মানুষ খুব পরিণত ও শান্তিপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন ।

তবে ডিভোর্স মানেই কি জীবনের ইতি ? মোটেই নয় । ফের একবার ভালোবাসলেন দিয়া । ফের একবার একে অপরের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন দিয়া আর বৈভব ।

Dia Mirza second marriage
সাহিলের সঙ্গে দিয়া

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খুব ঘনিষ্ঠ মানুষদের সান্নিধ্যে বিয়েটা সারবেন তাঁরা । তবে এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি ।

মুম্বই : দিয়া মির্জ়ার জীবনে ফের প্রেমের হাওয়া । শোনা যাচ্ছে ভ্যালেন্টাইন'স ডে-র ঠিক পরের দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া ।

2019 সালে প্রযোজক সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দিয়ার । 11 বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন দিয়া আর সাহিল । ব্যক্তিগত সমস্যার কারণে পরিণত দু'টি মানুষ খুব পরিণত ও শান্তিপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন ।

তবে ডিভোর্স মানেই কি জীবনের ইতি ? মোটেই নয় । ফের একবার ভালোবাসলেন দিয়া । ফের একবার একে অপরের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন দিয়া আর বৈভব ।

Dia Mirza second marriage
সাহিলের সঙ্গে দিয়া

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খুব ঘনিষ্ঠ মানুষদের সান্নিধ্যে বিয়েটা সারবেন তাঁরা । তবে এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.