ETV Bharat / sitara

ফুলগাছে জল দেওয়ার ভিডিয়ো শেয়ার ধর্মেন্দ্রর - hearty breakfast during lockdown

আজ সোশাল মিডিয়ায় একটি নতুন ভিডিয়ো শেয়ার করেন ধর্মেন্দ্র । যেখানে তাঁকে ফুলগাছে জল দিতে দেখা গিয়েছে । পাশাপাশি ভিডিয়োতে ব্রেকফাস্ট করতেও দেখা যায় তাঁকে ।

sdf
sdf
author img

By

Published : May 5, 2020, 2:31 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা নিয়ে ও জমিতে চাষ করে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা ।

আজ সকালের দিকে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধর্মেন্দ্র । যেখানে ফুলের গাছে পাইপে করে জল দিতে দেখা গিয়েছে তাঁকে । তিনি বলেন, "গাছে জল দেওয়া একটা ভালো এক্সারসাইজ় । আমি প্রতিদিন আধ ঘণ্টা অন্তর অন্তর গাছে জল দিই ।" এরপর ওই ভিডিয়োতেই ব্রেকফাস্ট করতে দেখা যায় তাঁকে । ফ্যানদের তিনি বলেন, "অর্ধেক পরোটা ও ভালো চা আমার দিনটাকে সুন্দর করে তোলে ।"

  • With love ❤️ to you all . Be happy healthy and strong 👍 Social distance , to get rid of korona faster. please please please 🙏 pic.twitter.com/O78EwYH3Fc

    — Dharmendra Deol (@aapkadharam) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "কোরোনার হাত থেকে রেহাই পেতে দয়া করে সামাজিক দূরত্ব মেনে চলুন ।"

লকডাউন জারির একদিন আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র । আপাতত সেখানেই রয়েছেন । যদিও সেখানে কখনওই শুয়ে বসে থাকেন না তিনি । সময় পেলেই জমির কাজে হাত লাগান এই বর্ষীয়ান অভিনেতা । নিজেকে ব্যস্ত রাখতে চাষ নিয়েই বেশিরভাগ সময় কাটান তিনি । একটি ভিডিয়োতে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করতে দেখা গিয়েছিল তাঁকে ।

তার কয়েকদিন পর নিজের ফার্মের কলার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র । বলেন, "বাজার থেকে খুব সহজেই কলা কিনতে পাওয়া যায় । কিন্তু, নিজের ফার্মের কলার মধ্যে পার্থক্য রয়েছে । আর এই কলা খেতেও অসাধারণ ।"

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা নিয়ে ও জমিতে চাষ করে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা ।

আজ সকালের দিকে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধর্মেন্দ্র । যেখানে ফুলের গাছে পাইপে করে জল দিতে দেখা গিয়েছে তাঁকে । তিনি বলেন, "গাছে জল দেওয়া একটা ভালো এক্সারসাইজ় । আমি প্রতিদিন আধ ঘণ্টা অন্তর অন্তর গাছে জল দিই ।" এরপর ওই ভিডিয়োতেই ব্রেকফাস্ট করতে দেখা যায় তাঁকে । ফ্যানদের তিনি বলেন, "অর্ধেক পরোটা ও ভালো চা আমার দিনটাকে সুন্দর করে তোলে ।"

  • With love ❤️ to you all . Be happy healthy and strong 👍 Social distance , to get rid of korona faster. please please please 🙏 pic.twitter.com/O78EwYH3Fc

    — Dharmendra Deol (@aapkadharam) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "কোরোনার হাত থেকে রেহাই পেতে দয়া করে সামাজিক দূরত্ব মেনে চলুন ।"

লকডাউন জারির একদিন আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র । আপাতত সেখানেই রয়েছেন । যদিও সেখানে কখনওই শুয়ে বসে থাকেন না তিনি । সময় পেলেই জমির কাজে হাত লাগান এই বর্ষীয়ান অভিনেতা । নিজেকে ব্যস্ত রাখতে চাষ নিয়েই বেশিরভাগ সময় কাটান তিনি । একটি ভিডিয়োতে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করতে দেখা গিয়েছিল তাঁকে ।

তার কয়েকদিন পর নিজের ফার্মের কলার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র । বলেন, "বাজার থেকে খুব সহজেই কলা কিনতে পাওয়া যায় । কিন্তু, নিজের ফার্মের কলার মধ্যে পার্থক্য রয়েছে । আর এই কলা খেতেও অসাধারণ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.