মুম্বই : লকডাউনের মধ্যে নিজের ফার্মহাউজ়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র । সেখান থেকেই সম্প্রতি একটি ভিডিয়ো বার্তা দেন তিনি । দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি খুবই চিন্তিত । আর সেই কথাই ভিডিয়োতে প্রকাশ করেন । পাশাপাশি দেশবাসীকে নিরাপদে থাকতেও অনুরোধ করেন তিনি ।
পরনে ঘিয়ে রঙা প্যান্ট আর কালো ফুল স্লিভ টি শার্ট । তার সঙ্গে মাথায় কালো টুপি । ফার্মহাউজ়ের ছাদে একটি চেয়ারের উপর বসে রয়েছেন ধর্মেন্দ্র । হালকা রোদ এসে পড়ছে তাঁর গায়ে । ভিডিয়োতে এভাবেই দেখা গেল বর্ষীয়ান এই অভিনেতাকে ।
দেশে লকডাউন জাড়ির আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছেন তিনি । এখন আপাতত সেখানেই কোয়ারেন্টাইনের রয়েছেন । কোরোনা ভাইরাস কীভাবে বিশ্বের সবাইকে সমস্যায় ফেলেছে তা ভিডিয়োতে উল্লেখ করেন তিনি । পাশাপাশি তিনি বলেন, "রোজই খবর শুনি । খুবই খারাপ লাগে । প্রার্থনা করি যে এই রোগ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক । আপনারাও নিজেদের খেয়াল রাখুন । সরকারের তরফে যে সব জিনিস মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলি মেনে চলুন । খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে । সবাই খুশিতে থাকুন ।"
ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন তাঁর মেয়ে এশা দেওল ।
-
From my father♥️ @aapkadharam #stayhome #staysafe pic.twitter.com/FuAUjY5f82
— Esha Deol (@Esha_Deol) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From my father♥️ @aapkadharam #stayhome #staysafe pic.twitter.com/FuAUjY5f82
— Esha Deol (@Esha_Deol) April 16, 2020From my father♥️ @aapkadharam #stayhome #staysafe pic.twitter.com/FuAUjY5f82
— Esha Deol (@Esha_Deol) April 16, 2020
ধর্মেন্দ্রই প্রথম নন । এর আগেও ফ্যানদের কোরোনা নিয়ে সচেতন করেছেন একাধিক তারকা । ভিডিয়ো বার্তার মাধ্যমে ফ্যানদের সচেতন করেছেন তিনি । পাশাপাশি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ি থেকে বের হতেও বারণ করেছেন তাঁরা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন বর্ষীয়ান এই অভিনেতা ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 12 হাজার 759 । সুস্থ হয়ে উঠেছেন 1 হাজার 514 জন । আর মৃত্যু হয়েছে 420 জনের ।