ETV Bharat / sitara

"পড়াশোনা করেও মানুষ ওদের মতো হতে পারবে না"

সম্প্রতি বাছুরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন ধর্মেন্দ্র । ছবির ক্যাপশনে লেখেন, "আমরা মানুষরা পড়াশোনা করেও এরকম হতে পারি না ।"

sdf
dsfsd
author img

By

Published : May 12, 2020, 10:40 AM IST

মুম্বই : চেয়ারের উপর বসে রয়েছেন ধর্মেন্দ্র । আর তাঁর কাঁধে মাথা রেখে আদর খাচ্ছে একটি বাছুর । ধর্মেন্দ্রকে সামনে পেয়ে যেন খুবই খুশি সে । কাঁধে মাথা রেখে যেন সেটাই বোঝানোর চেষ্টা করছে বাছুরটি । সম্প্রতি টুইটারে এই ছবি পোস্ট করেন এই বর্ষীয়ান অভিনেতা ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমরা মানুষরা পড়াশোনা করেও এরকম হতে পারি না ।"

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা, পশু-পাখিদের নিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি ।

কয়েকদিন আগে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন ধর্মেন্দ্র । ভিডিয়োর শুরুতে পাখিদের কলরব শোনা গিয়েছে । এরপর তিনি বলেন, "আমি যখন একা থাকি তখন ওই পাখিগুলো আমায় গান শোনায় ।"

তার আগে বাছুরটির সঙ্গে তোলা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । ভিডিয়োতে 'শোলে'-র এই অভিনেতা বলেন, "একজন আমাকে এই দুটো গোরু দিয়েছিল । এখন তাদের দেখভাল করছি আমি ।" এরপর বাছুরের মুখের সামনে বসেন তিনি । আর পছন্দের মানুষকে কাছে পেয়ে খুশি বাছুরও । তার সঙ্গে কথাও বলেন তিনি ।

  • Extremely happy, with these beautiful people . Love, is world,s best language .🙏 love ❤️ you all . Thanks, for your loving response 🙏 pic.twitter.com/xnlsvhkDvz

    — Dharmendra Deol (@aapkadharam) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউন জারির একদিন আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র । আপাতত সেখানেই রয়েছেন । যদিও সেখানে কখনওই শুয়ে বসে থাকেন না তিনি । সময় পেলেই জমির কাজে হাত লাগান এই বর্ষীয়ান অভিনেতা । নিজেকে ব্যস্ত রাখতে চাষ নিয়েই বেশিরভাগ সময় কাটান তিনি ।

মুম্বই : চেয়ারের উপর বসে রয়েছেন ধর্মেন্দ্র । আর তাঁর কাঁধে মাথা রেখে আদর খাচ্ছে একটি বাছুর । ধর্মেন্দ্রকে সামনে পেয়ে যেন খুবই খুশি সে । কাঁধে মাথা রেখে যেন সেটাই বোঝানোর চেষ্টা করছে বাছুরটি । সম্প্রতি টুইটারে এই ছবি পোস্ট করেন এই বর্ষীয়ান অভিনেতা ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমরা মানুষরা পড়াশোনা করেও এরকম হতে পারি না ।"

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন ধর্মেন্দ্র দেওল । সেখানেই গাছপালা, পশু-পাখিদের নিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর । আর প্রায় প্রতিদিনই সোশাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করে ফ্যানদের আপডেট দিচ্ছেন তিনি ।

কয়েকদিন আগে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন ধর্মেন্দ্র । ভিডিয়োর শুরুতে পাখিদের কলরব শোনা গিয়েছে । এরপর তিনি বলেন, "আমি যখন একা থাকি তখন ওই পাখিগুলো আমায় গান শোনায় ।"

তার আগে বাছুরটির সঙ্গে তোলা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । ভিডিয়োতে 'শোলে'-র এই অভিনেতা বলেন, "একজন আমাকে এই দুটো গোরু দিয়েছিল । এখন তাদের দেখভাল করছি আমি ।" এরপর বাছুরের মুখের সামনে বসেন তিনি । আর পছন্দের মানুষকে কাছে পেয়ে খুশি বাছুরও । তার সঙ্গে কথাও বলেন তিনি ।

  • Extremely happy, with these beautiful people . Love, is world,s best language .🙏 love ❤️ you all . Thanks, for your loving response 🙏 pic.twitter.com/xnlsvhkDvz

    — Dharmendra Deol (@aapkadharam) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউন জারির একদিন আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র । আপাতত সেখানেই রয়েছেন । যদিও সেখানে কখনওই শুয়ে বসে থাকেন না তিনি । সময় পেলেই জমির কাজে হাত লাগান এই বর্ষীয়ান অভিনেতা । নিজেকে ব্যস্ত রাখতে চাষ নিয়েই বেশিরভাগ সময় কাটান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.