ETV Bharat / sitara

'ড্রাইভ'-এ প্লেব্যাক দেব অরিজিতের - Dev Arijit playback in hindi movie drive

দেবের গাওয়া গানের নাম 'প্রেম পূজারী'। অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'-এ গান গেয়ে বলিউডে প্রথম প্লেব্যাক করেছিলেন তিনি ।

ছবি
author img

By

Published : Oct 27, 2019, 4:15 PM IST

কলকাতা : 1 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ধর্মা প্রোডাকশন্সের ছবি 'ড্রাইভ'। রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । পরিচালনায় তরুণ মন্সুখানি । আর এই ছবিতেই প্লেব্যাক করেছেন দেব অরিজিৎ ।

দেবের গাওয়া গানের নাম 'প্রেম পূজারী'। গানের কথা সিদ্ধান্ত কৌশলের । অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'-এ গান গেয়ে বলিউডে প্রথম প্লেব্যাক করেছিলেন দেব । গানের নাম 'বহত দুখা মন' ।

ক্লাস টেনে পড়ার সময় থেকে সংগীত প্রশিক্ষণ শুরু হয় দেব অরিজিতের । প্রথমে নীহার রঞ্জন লালা, পরে বহরমপুরের গৌতম ভট্টাচার্যর কাছে সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন । 2007 সালে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদেই একটি রক ব্যান্ড তৈরি করেন তিনি । 2011 সালে তাঁর সঙ্গে আলাপ হয় অরিজিৎ সিংয়ের । সংগীত পরিচালক অরিন্দমকে অ্যাসিস্ট করতে শুরু করেন বাংলা ছবিতে । 2013 সালে অরিজিৎ মুম্বইতে দেবকে একটি কাজের সুযোগ করে দেন । তখন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন দেব । 2013 ও 2014 সালে প্রীতমকে বেশকিছু হিন্দি ছবিতে অ্য়াসিস্ট করেন তিনি । তার মধ্যে 'ধুম ৩', 'শাদি কে সাইড এফেক্টস', 'ফাটা পোস্টার নিকলা হিরো', 'হলিডে', 'জগ্গা জাসুস'।

এরপর 2015 সাল থেকে অরিজিৎ সিংকেই অ্যাসিস্ট করছেন দেব । অরিজিৎ সিংয়ের লাইভ ব্যান্ডের সদস্য তিনি । এখন ফ্রিলান্স মিউজ়িক প্রডিউসার হিসেবেও কাজ করছেন । 2016 সালে 'হরিপদ ব্যান্ডওয়ালা'-তে ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজ়িশনে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন দেব ।

কলকাতা : 1 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ধর্মা প্রোডাকশন্সের ছবি 'ড্রাইভ'। রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । পরিচালনায় তরুণ মন্সুখানি । আর এই ছবিতেই প্লেব্যাক করেছেন দেব অরিজিৎ ।

দেবের গাওয়া গানের নাম 'প্রেম পূজারী'। গানের কথা সিদ্ধান্ত কৌশলের । অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'-এ গান গেয়ে বলিউডে প্রথম প্লেব্যাক করেছিলেন দেব । গানের নাম 'বহত দুখা মন' ।

ক্লাস টেনে পড়ার সময় থেকে সংগীত প্রশিক্ষণ শুরু হয় দেব অরিজিতের । প্রথমে নীহার রঞ্জন লালা, পরে বহরমপুরের গৌতম ভট্টাচার্যর কাছে সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন । 2007 সালে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদেই একটি রক ব্যান্ড তৈরি করেন তিনি । 2011 সালে তাঁর সঙ্গে আলাপ হয় অরিজিৎ সিংয়ের । সংগীত পরিচালক অরিন্দমকে অ্যাসিস্ট করতে শুরু করেন বাংলা ছবিতে । 2013 সালে অরিজিৎ মুম্বইতে দেবকে একটি কাজের সুযোগ করে দেন । তখন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন দেব । 2013 ও 2014 সালে প্রীতমকে বেশকিছু হিন্দি ছবিতে অ্য়াসিস্ট করেন তিনি । তার মধ্যে 'ধুম ৩', 'শাদি কে সাইড এফেক্টস', 'ফাটা পোস্টার নিকলা হিরো', 'হলিডে', 'জগ্গা জাসুস'।

এরপর 2015 সাল থেকে অরিজিৎ সিংকেই অ্যাসিস্ট করছেন দেব । অরিজিৎ সিংয়ের লাইভ ব্যান্ডের সদস্য তিনি । এখন ফ্রিলান্স মিউজ়িক প্রডিউসার হিসেবেও কাজ করছেন । 2016 সালে 'হরিপদ ব্যান্ডওয়ালা'-তে ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজ়িশনে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন দেব ।

Intro:১ নভেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম করতে শুরু করবে ধর্মা প্রোডাকশন্সের ছবি 'ড্রাইভ'। তরুণ মন্সুখানি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এবং সেই ছবিতেই প্লেব্যাক করেছেন বাংলার ছেলে দেব অরিজিৎ।


Body:দেব যে গানটি গেয়েছেন, সেটির নাম প্রেম পূজারী। গানটি অমিত মিশ্রা এবং আকাশা সিংয়ের সঙ্গে তৈরি করেছেন অমর্ত্য বোবো রাহুত। গানের কথাগুলি সিদ্ধান্ত কৌশলের।

দেব অরিজিতের জীবনের প্রথম বলিউড প্লেব্যাক অনুরাগ কাশ্যপের ছবি 'মুক্কাবাজ'এ। গানটি ছিল 'বহুত দুখা মান'। গানটি তিনি গিয়েছিলেন রচিতা আরোরার সঙ্গে।




Conclusion:কেমন ছিল দেব অরিজিতের জার্নি?

দশম শ্রেণীতে পড়ার সময় থেকে সংগীত প্রশিক্ষণ শুরু হয় দেব অরিজিতের। প্রথমে নীহাররঞ্জন লালা, পরে মুর্শিদাবাদ-বহরমপুরের গৌতম ভট্টাচার্যর কাছে সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। ২০০৭ সালে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদেই একটি রক ব্যান্ড তৈরি করেন দেব। ২০১১ সালে তাঁর সঙ্গে আলাপ হয় অরিজিৎ সিংয়ের। সঙ্গীত পরিচালক অরিন্দমকে অ্যাসিস্ট করতে শুরু করেন বাংলা ছবিতে। ২০১৩ সালে অরিজিৎ মুম্বইতে দেবকে একটি কাজের সুযোগ করে দেন সংগীতপরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কাজ করার জন্য। ২০১৩ এবং ২০১৪তে দেব প্রীতমকে বেশকিছু হিন্দি ছবিতে অ্যাসিস্ট করেন, এগুলির মধ্যে উল্লেখযোগ্য ধুম থ্রি, শাদি কে সাইড এফেক্টস, ফাটা পোস্টার নিকলা হিরো, হলিডে, আর রাজকুমার, জগ্গা জাসুস। ২০১৫ সাল থেকে তিনি অরিজিৎ সিংকেই অ্যাসিস্ট করছেন। অরিজিৎ সিং লাইভ ব্যান্ডের সদস্য তিনি, সারা বিশ্বে ঘুরে ঘুরে তাঁরা গান করেন। এখন ফ্রিল্যান্স মিউজিক প্রডিউসার হিসেবেও কাজ করছেন। ২০১৬ সালে 'হরিপদ ব্যান্ডওয়ালা'তে ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজিশনে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করেছিলেন দেব।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.