কলকাতা : দীপিকা পাড়ুকোন JNU ক্যাম্পাসে যাওয়ার পর থেকেই তোলপাড় চলছে রাজনৈতিক মহলে । কোনও নেতা তাঁর ছবি 'ছপক'-কে বয়কট করতে বলছেন, তো কেউ আবার পাশে দাঁড়াচ্ছেন দীপিকার । এই দ্বিতীয় ক্যাটেগরিতে পড়ছেন তৃণমূল বিধায়ক ডেরেক ও' ব্রায়েন ।
টুইটারে একটি পোস্টের মাধ্যমে ডেরেক জানালেন তিনি আছেন দীপিকার পাশে । কীভাবে ? তিনি অ্যাডভান্স বুকিংয়ের সাহায্যে ইতিমধ্য়েই কিনে নিয়েছেন 'ছপক'-এর টিকিট । শুধু তাই নয়, তাঁর কলিগদেরও উপহার দিয়েছেন সেই টিকিট ।
ডেরেক লিখেছেন, "ফার্স্ট ডে ফার্স্ট শো. টিকিট কেনা হয়ে গেছে । এক নব দম্পতিকে উপহারও দিয়েছি । শুক্রবার সকালটা সুন্দর হয়ে উঠুক । #IStandwithDeepika"
-
First day. First show. #ChhapakDekhoTapaakSe
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tickets bought. And gifted to a young couple who work with me. 😊 Enjoy on Friday morning #IStandwithDeepika pic.twitter.com/8oNbATof52
">First day. First show. #ChhapakDekhoTapaakSe
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) January 8, 2020
Tickets bought. And gifted to a young couple who work with me. 😊 Enjoy on Friday morning #IStandwithDeepika pic.twitter.com/8oNbATof52First day. First show. #ChhapakDekhoTapaakSe
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) January 8, 2020
Tickets bought. And gifted to a young couple who work with me. 😊 Enjoy on Friday morning #IStandwithDeepika pic.twitter.com/8oNbATof52
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করে দেওয়া হয়েছে ছপক । রাজস্থানেই এই ছবিকে করমুক্ত করার আবেদন জানানো হচ্ছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে । কংগ্রেস নেতা সচিন পাইলট তো বলেছেন যে, কেউ রাজনৈতিক ভাবে অন্য মত প্রকাশ করলে তাঁর ছবি বয়কট করার আবেদন খুবই অনৈতিক । অনেকেই প্রকাশ্যে বিরোধীতা করছেন তেজেন্দ্র পালের, যিনি 'ছপক'-কে বয়কট করার আবেদন জানিয়েছিলেন সর্বপ্রথম ।