ETV Bharat / sitara

NCB সমনের পর থেকেই ফেরার দীপিকার ম্যানেজার করিশ্মা

ড্রাগ মামলায় NCB অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল বিওরো সমন পাঠিয়েছিল দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে । একদিন তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় । তবে দ্বিতীয়বারও সমন পাঠানোর পর থেকে কোনও পাত্তা নেই করিশ্মার । IANS সূত্রে জানা যাচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য ।

deepika padukone manager karishma prakash
deepika padukone manager karishma prakash
author img

By

Published : Nov 2, 2020, 11:28 AM IST

Updated : Nov 2, 2020, 12:26 PM IST

মুম্বই : বলিউডে ড্রাগ মামলায় অভিযুক্তদের তালিকায় এক জ্বলজ্বলে নাম করিশ্মা প্রকাশ । দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন তিনি । তাঁকে পাঠানো একটি মেসেজে দীপিকা ড্রাগের সন্ধান চেয়েছিলেন । তারপই NCB-র ব়্যাডারে আসে করিশ্মার নাম । সমন পাঠিয়ে একদিন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

তদন্তের খাতিরে আরও একবার সমন পাঠানো হয়েছে করিশ্মাকে । 27 অক্টোবর NCB-র অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমনে । কিন্তু, সেই থেকে আর কোনও পাত্তা নেই করিশ্মার ।

deepika padukone manager karishma prakash
দীপিকার সঙ্গে করিশ্মা

IANS-কে এক NCB অফিশিয়াল জানান, "এটা ঠিক যে করিশ্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । দ্বিতীয়বার সমন পাঠানোর পর থেকেই ওর কোনও পাত্তা নেই ।" তবে করিশ্মার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN-এর আর কোনও কর্মীকে ডাকা হয়েছে কিনা জানা নেই সেই অফিশিয়ালের ।

করিশ্মার বাড়ি থেকে ১.৭ গ্রাম চরস, ২ বোতল সিডিবি অয়েল পাওয়া গিয়েছে বলে দাবি NCB-র । এই ড্রাগ উদ্ধারের পরই দ্বিতীয় সমন পাঠানো হয় তাকে ।

মুম্বই : বলিউডে ড্রাগ মামলায় অভিযুক্তদের তালিকায় এক জ্বলজ্বলে নাম করিশ্মা প্রকাশ । দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন তিনি । তাঁকে পাঠানো একটি মেসেজে দীপিকা ড্রাগের সন্ধান চেয়েছিলেন । তারপই NCB-র ব়্যাডারে আসে করিশ্মার নাম । সমন পাঠিয়ে একদিন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

তদন্তের খাতিরে আরও একবার সমন পাঠানো হয়েছে করিশ্মাকে । 27 অক্টোবর NCB-র অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমনে । কিন্তু, সেই থেকে আর কোনও পাত্তা নেই করিশ্মার ।

deepika padukone manager karishma prakash
দীপিকার সঙ্গে করিশ্মা

IANS-কে এক NCB অফিশিয়াল জানান, "এটা ঠিক যে করিশ্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । দ্বিতীয়বার সমন পাঠানোর পর থেকেই ওর কোনও পাত্তা নেই ।" তবে করিশ্মার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN-এর আর কোনও কর্মীকে ডাকা হয়েছে কিনা জানা নেই সেই অফিশিয়ালের ।

করিশ্মার বাড়ি থেকে ১.৭ গ্রাম চরস, ২ বোতল সিডিবি অয়েল পাওয়া গিয়েছে বলে দাবি NCB-র । এই ড্রাগ উদ্ধারের পরই দ্বিতীয় সমন পাঠানো হয় তাকে ।

Last Updated : Nov 2, 2020, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.