ETV Bharat / sitara

কার্তিককে দাড়ি কাটার পরামর্শ দীপিকার - deepika wants kartik to trim beard

কার্তিকের কয়েকজন ফ্যান মনে করেন দাড়িতেই বেশি ভালো লাগছে তাঁকে । কেউ আবার তাঁকে দাড়ি ট্রিম করার পরামর্শ দেন । দীপিকা পাডুকোন অবশ্য কার্তিককে দাড়ি কেটে ফেলার পরামর্শই দিয়েছেন ।

sdf
dfs
author img

By

Published : May 14, 2020, 2:02 PM IST

মুম্বই : লকডাউনের জেরে এখন বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা করতে সমস্যায় পড়েছেন তারকারা । কয়েকজন অবশ্য বাড়িতেই নিজের মতো করে ব্যবস্থা করে ফেলেছেন । বাড়িতে রয়েছেন বলে অনেকেই আবার ত্বকের পরিচর্যার দিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না । সেটা অবশ্য কার্তিক আরিয়ানকে দেখলেই বোঝা যায় ।

দাড়ি আর গোঁফেতেই ঢাকা পড়ে গিয়েছে তাঁর মুখ । তার সঙ্গে এলোমেলো হয়ে থাকা চুল । লকডাউনের মধ্যে যে ত্বকের কোনও যত্নই নিচ্ছেন না তা একেবারেই স্পষ্ট । আর এতে কিছুটা হলেও বিরক্ত তাঁর পরিবারের সদস্যরা । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ করে সেকথা ফ্যানদের জানান কার্তিক ।

বলেন, "বাড়ির সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । সকাল থেকে খেতে দেয়নি । বলেছে যতক্ষণ না আমি দাড়ি কাটব ততক্ষণ খাবার দেবে না । এবার আমি কী করব ?" কার্তিকের এই প্রশ্নে অবশ্য দুই ভাগে ভাগ হয়ে যান ফ্যানরা । কয়েকজন মনে করেন দাড়িতেই বেশি ভালো লাগছে কার্তিককে । কেউ আবার তাঁকে দাড়ি ট্রিম করার পরামর্শ দেন । এই লাইভে যোগ দিয়েছিলেন দীপিকা পাডুকোনও । তিনি অবশ্য কার্তিককে দাড়ি কেটে ফেলার পরামর্শই দেন ।

তবে তাতেও সংশয় কাটে না কার্তিকের । লাইভের পরই দাড়ি ছাড়া ও দাড়ি সহ দুটি ছবির একটি কোলাজ তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি । বুঝতেই পারছেন না যে তাঁকে "সেক্সি লাগছে না জংলি ।" যাই হোক না কেন এই লকডাউনের মধ্যে কার্তিক দাড়ি কাটেন কি না এখন সেটাই দেখার ।

মাতৃদিবসে কমবেশি সব সেলেবই মায়ের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেন । তবে কার্তিককে তেমন কিছু করতে দেখা যায়নি । আর সেই কারণে রেগে গিয়েছিলেন তাঁর মা । ছেলেকে তাড়াতাড়ি ছবি পোস্ট করতে বলেছিলেন তিনি । তার উত্তরে অবশ্য কার্তিক তাঁর মাকে বলেন, "এক একটা পোস্টের জন্য আমি কত লাখ টাকা পাই জান ? সেই টাকা তুমি দেবে ?" উত্তরে তাঁর মা বলেন, "লাথি দেব । ভোপালের পিসি দু'বার ফোন করেছে । তাড়াতাড়ি আমার সঙ্গে সেলফি তুলে পোস্ট কর ।"

মুম্বই : লকডাউনের জেরে এখন বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা করতে সমস্যায় পড়েছেন তারকারা । কয়েকজন অবশ্য বাড়িতেই নিজের মতো করে ব্যবস্থা করে ফেলেছেন । বাড়িতে রয়েছেন বলে অনেকেই আবার ত্বকের পরিচর্যার দিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না । সেটা অবশ্য কার্তিক আরিয়ানকে দেখলেই বোঝা যায় ।

দাড়ি আর গোঁফেতেই ঢাকা পড়ে গিয়েছে তাঁর মুখ । তার সঙ্গে এলোমেলো হয়ে থাকা চুল । লকডাউনের মধ্যে যে ত্বকের কোনও যত্নই নিচ্ছেন না তা একেবারেই স্পষ্ট । আর এতে কিছুটা হলেও বিরক্ত তাঁর পরিবারের সদস্যরা । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ করে সেকথা ফ্যানদের জানান কার্তিক ।

বলেন, "বাড়ির সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । সকাল থেকে খেতে দেয়নি । বলেছে যতক্ষণ না আমি দাড়ি কাটব ততক্ষণ খাবার দেবে না । এবার আমি কী করব ?" কার্তিকের এই প্রশ্নে অবশ্য দুই ভাগে ভাগ হয়ে যান ফ্যানরা । কয়েকজন মনে করেন দাড়িতেই বেশি ভালো লাগছে কার্তিককে । কেউ আবার তাঁকে দাড়ি ট্রিম করার পরামর্শ দেন । এই লাইভে যোগ দিয়েছিলেন দীপিকা পাডুকোনও । তিনি অবশ্য কার্তিককে দাড়ি কেটে ফেলার পরামর্শই দেন ।

তবে তাতেও সংশয় কাটে না কার্তিকের । লাইভের পরই দাড়ি ছাড়া ও দাড়ি সহ দুটি ছবির একটি কোলাজ তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি । বুঝতেই পারছেন না যে তাঁকে "সেক্সি লাগছে না জংলি ।" যাই হোক না কেন এই লকডাউনের মধ্যে কার্তিক দাড়ি কাটেন কি না এখন সেটাই দেখার ।

মাতৃদিবসে কমবেশি সব সেলেবই মায়ের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেন । তবে কার্তিককে তেমন কিছু করতে দেখা যায়নি । আর সেই কারণে রেগে গিয়েছিলেন তাঁর মা । ছেলেকে তাড়াতাড়ি ছবি পোস্ট করতে বলেছিলেন তিনি । তার উত্তরে অবশ্য কার্তিক তাঁর মাকে বলেন, "এক একটা পোস্টের জন্য আমি কত লাখ টাকা পাই জান ? সেই টাকা তুমি দেবে ?" উত্তরে তাঁর মা বলেন, "লাথি দেব । ভোপালের পিসি দু'বার ফোন করেছে । তাড়াতাড়ি আমার সঙ্গে সেলফি তুলে পোস্ট কর ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.