ETV Bharat / sitara

এথেন্স এয়ারপোর্টে আপনাকে স্বাগত জানাবেন দীপিকা পাড়ুকোন - দীপিকা পাড়ুকোনের খবর

এথেন্স আন্তর্জাতিক এয়ারপোর্টে বসানো হচ্ছে দীপিকা পাড়ুকোনের আবক্ষ মূর্তি । হ্যাঁ, এথেন্সের এয়ারপোর্টে 'অথেন্টিক স্মাইল' অর্থাৎ বিশুদ্ধ হাসির উদাহরণ হিসেবে তুলে ধরা হবে দীপিকার মন ভোলানো হাসিকে ।

Deepika padukone authentic smile
Deepika padukone authentic smile
author img

By

Published : Dec 10, 2020, 11:56 AM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোনের হাসি নিয়ে নতুন করে কিছু বলার নেই । তাঁর হাসি বিখ্যাত বলা চলে । সে মুচকি হাসি হোক কিম্বা তাঁর প্রাণখোলা হাসি । দীপিকার এই হাসিই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে ।

এথেন্সের আন্তর্জাতিক এয়ারপোর্টে 'অথেন্টিক স্মাইল'-এর প্রদর্শনীতে জায়গা করে নিতে চলেছে দীপিকা পাড়ুকোনের আবক্ষ মূর্তি । তাঁর হাসি যে অথেন্টিক বা খাঁটি সেটা সবার জানা । এই প্রদর্শনী আবার একবার প্রমাণ করল সত্যিটা ।

দীপিকার বিভিন্ন ফ্যানক্লাবের দৌলতে এই খবর এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । দেখা গেছে দীপিকার আবক্ষ মূর্তির ঝলকও । ট্র্যাডিশনাল সাজে হালকা হাসিতে অভিনেত্রীকে যেন গ্রীক দেবীর মতো লাগছে ।

মুম্বই : দীপিকা পাড়ুকোনের হাসি নিয়ে নতুন করে কিছু বলার নেই । তাঁর হাসি বিখ্যাত বলা চলে । সে মুচকি হাসি হোক কিম্বা তাঁর প্রাণখোলা হাসি । দীপিকার এই হাসিই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে ।

এথেন্সের আন্তর্জাতিক এয়ারপোর্টে 'অথেন্টিক স্মাইল'-এর প্রদর্শনীতে জায়গা করে নিতে চলেছে দীপিকা পাড়ুকোনের আবক্ষ মূর্তি । তাঁর হাসি যে অথেন্টিক বা খাঁটি সেটা সবার জানা । এই প্রদর্শনী আবার একবার প্রমাণ করল সত্যিটা ।

দীপিকার বিভিন্ন ফ্যানক্লাবের দৌলতে এই খবর এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । দেখা গেছে দীপিকার আবক্ষ মূর্তির ঝলকও । ট্র্যাডিশনাল সাজে হালকা হাসিতে অভিনেত্রীকে যেন গ্রীক দেবীর মতো লাগছে ।

দেখে নিন..

তবে দীপিকা নিজে এখনও অফিশিয়ালি কিছু জানাননি এই বিষয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.