ETV Bharat / sitara

'ধুম 4'-এ নেগেটিভ চরিত্রে দীপিকা ? - দীপিকা পাডুকোন

অভিনয় ইন্ডাস্ট্রিতে 14 বছর কাটিয়ে ফেলেছেন করেছেন দীপিকা । কিন্তু, কখনও নেগেটিভ চরিত্রে দেখা যায়নি তাঁকে । সব ঠিক থাকলে 'ধুম 4'-এর নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা যাবে ।

sdf
zdsf
author img

By

Published : Jan 3, 2021, 7:21 PM IST

মুম্বই : সব ঠিক থাকলে 'ধুম 4' দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে । তবে এই ফ্র্যাঞ্চাইজ়ির নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন তিনি ।

অভিনয় ইন্ডাস্ট্রিতে 14 বছর কাটিয়ে ফেলেছেন করেছেন দীপিকা । কিন্তু, কখনও নেগেটিভ চরিত্রে দেখা যায়নি তাঁকে । সব ঠিক থাকলে 'ধুম 4'-এ প্রথমবার নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা যাবে ।

এর আগে 'ধুম'-এর নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান । কিন্তু, এবার এই চরিত্রের জন্য কোনও অভিনেত্রীকে বেছে নিতে চেয়েছিল যশ রাজ ফিল্মস । আর তখনই দীপিকার নাম হিসেবে উঠে আসে ।

sf
.

সূত্রের খবর, এই চরিত্রের জন্য দীপিকাকে বলা হয়েছে । কিন্তু, এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । আর সেই কারণেই তারিখ নিয়ে একটু সমস্যা হচ্ছে । তবে সব কিছু ঠিক হলে এই চরিত্র করবেন বলে নাকি জানিয়ে দিয়েছেন তিনি ।

যাই হোক এখন আপাতত যশ রাজ ফিল্মসের আপকামিং ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এই ছবির মাধ্যমে প্রায় ছয় বছর পর কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি ।

এছাড়া শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংও করছিলেন দীপিকা । সেখানে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এর পাশাপাশি অমিতাভ বচ্চন ও প্রভাস অভিনীত একটি ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : সব ঠিক থাকলে 'ধুম 4' দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে । তবে এই ফ্র্যাঞ্চাইজ়ির নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন তিনি ।

অভিনয় ইন্ডাস্ট্রিতে 14 বছর কাটিয়ে ফেলেছেন করেছেন দীপিকা । কিন্তু, কখনও নেগেটিভ চরিত্রে দেখা যায়নি তাঁকে । সব ঠিক থাকলে 'ধুম 4'-এ প্রথমবার নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা যাবে ।

এর আগে 'ধুম'-এর নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান । কিন্তু, এবার এই চরিত্রের জন্য কোনও অভিনেত্রীকে বেছে নিতে চেয়েছিল যশ রাজ ফিল্মস । আর তখনই দীপিকার নাম হিসেবে উঠে আসে ।

sf
.

সূত্রের খবর, এই চরিত্রের জন্য দীপিকাকে বলা হয়েছে । কিন্তু, এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । আর সেই কারণেই তারিখ নিয়ে একটু সমস্যা হচ্ছে । তবে সব কিছু ঠিক হলে এই চরিত্র করবেন বলে নাকি জানিয়ে দিয়েছেন তিনি ।

যাই হোক এখন আপাতত যশ রাজ ফিল্মসের আপকামিং ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এই ছবির মাধ্যমে প্রায় ছয় বছর পর কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি ।

এছাড়া শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংও করছিলেন দীপিকা । সেখানে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এর পাশাপাশি অমিতাভ বচ্চন ও প্রভাস অভিনীত একটি ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.