মুম্বই : সাইবার ক্রাইম, ট্রোলিং কালচার, অনলাইন বুলির অত্যাচারে জর্জরিত সেলেব্রিটিরা । দিন দিন এই অন্যায়ের প্রবণতা বাড়ছে । নাম প্রকাশ না করে ভুয়ো অ্যাকাউন্টের আড়ালে থেকে নোংরা আক্রমণ আর মেনে নিচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরা । গোপন না করে ট্রোলারদের নাম প্রকাশ করে দিচ্ছেন তাঁরা । সম্প্রতি দীপিকা পাড়ুকোন এমনই এক নেটিজেনের নাম প্রকাশ করে দিলেন সোশাল মিডিয়ায় ।
শাহিল শাহ নামে ওই ইউজ়ার দীপিকাকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছিলেন । সেই মেসেজের স্ক্রিনশট তুলে ইনস্টাস্টোরিতে পোস্ট করে দিলেন অভিনেত্রী ।
সঙ্গে নিজের স্বভাবসিদ্ধ মিষ্টি ভঙ্গিতে সেই ব্যক্তিকে অপমানও করেছেন দীপিকা । লিখেছেন, "বাহ ! আপনার পরিবার ও বন্ধুরা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুব গর্বিত ।" একটু বোধ থাকলে দীপিকার টিপ্পনি বুঝতে পারবে শাহিল শাহের মতো ব্যক্তিরা ।
দেখে নিন দীপিকার ইনস্টাস্টোরি..