ETV Bharat / sitara

'ছপাক'-এর জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন দীপিকা - সিদ্ধিবিনায়ক মন্দির

আজই মুক্তি পেয়েছে 'ছপাক'। ছবিটি যাতে ভালো ব্যবসা করে তার জন্য সকালে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন দীপিকা পাডুকোন ।

dgf
fg
author img

By

Published : Jan 10, 2020, 12:39 PM IST

মুম্বই : আজ সকালে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান দীপিকা পাডুকোন । আজই মুক্তি পেয়েছে 'ছপাক' । ছবি যাতে ভালো চলে তার জন্য মন্দিরে পুজো দিতে যান তিনি ।

মন্দিরের দরজা দিয়ে হাতে পুজোর ডালা নিয়ে ঢোকেন দীপিকা । একটি সাদা সালোয়ার পরেছিলেন তিনি । দেন পুজো ।

ছবিতে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । তাঁর চরিত্রের নাম মালতি । তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । দীপিকা ছাড়াও রয়েছেন ভিক্রান্ত ম্যাসি । ছবিটি পরিচালনা করেন মেঘনা গুলজ়ার ।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও পুদুচেরিতে করমুক্ত করা হয়েছে 'ছপাক'-কে । তবে মুক্তির আগে পর্যন্ত ছবি নিয়ে চলেছিল বিতর্ক । আইনি জটিলতায়ও জড়িয়ে পড়ে এই ছবি । গতকাল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । ছবিতে তাঁকে ক্রেডিট না দেওয়ায় কোর্টের দ্বারস্থ হন তিনি । পরে অবশ্য কোর্ট ছবিতে অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় নির্মাতাদের ।

এছাড়া 5 জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা । পড়ুয়া ও শিক্ষকদের উপর লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনায় সরব হন বি টাউনের একাধিক তারকা । JNU-তে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ান দীপিকা । তার জন্যও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় । তাঁর ছবি বয়কটের ডাকও দেওয়া হয় । তবে এই পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা । আর এত বিতর্কের পর যাতে ছবি সঠিকভাবে চলে তার জন্যই আজ মন্দিরে পুজো দিতে যান তিনি ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : আজ সকালে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান দীপিকা পাডুকোন । আজই মুক্তি পেয়েছে 'ছপাক' । ছবি যাতে ভালো চলে তার জন্য মন্দিরে পুজো দিতে যান তিনি ।

মন্দিরের দরজা দিয়ে হাতে পুজোর ডালা নিয়ে ঢোকেন দীপিকা । একটি সাদা সালোয়ার পরেছিলেন তিনি । দেন পুজো ।

ছবিতে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । তাঁর চরিত্রের নাম মালতি । তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । দীপিকা ছাড়াও রয়েছেন ভিক্রান্ত ম্যাসি । ছবিটি পরিচালনা করেন মেঘনা গুলজ়ার ।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও পুদুচেরিতে করমুক্ত করা হয়েছে 'ছপাক'-কে । তবে মুক্তির আগে পর্যন্ত ছবি নিয়ে চলেছিল বিতর্ক । আইনি জটিলতায়ও জড়িয়ে পড়ে এই ছবি । গতকাল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । ছবিতে তাঁকে ক্রেডিট না দেওয়ায় কোর্টের দ্বারস্থ হন তিনি । পরে অবশ্য কোর্ট ছবিতে অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় নির্মাতাদের ।

এছাড়া 5 জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা । পড়ুয়া ও শিক্ষকদের উপর লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনায় সরব হন বি টাউনের একাধিক তারকা । JNU-তে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ান দীপিকা । তার জন্যও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় । তাঁর ছবি বয়কটের ডাকও দেওয়া হয় । তবে এই পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা । আর এত বিতর্কের পর যাতে ছবি সঠিকভাবে চলে তার জন্যই আজ মন্দিরে পুজো দিতে যান তিনি ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.