মুম্বই : 'ওম শান্তি ওম' ছবিটি দিয়ে বলিউডে ডেবিউ করেন দীপিকা পাড়ুকোন । ছবি ব্লকবাস্টার হয়, তবে ওই সময় দীপিকাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল । তাঁর অভিনয় নয়, তাঁর উচ্চারণ নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছিল অভিনেত্রীকে । ফিরে দেখলেন দীপিকা ।
এক সংবাদমাধ্যমকে দীপিকা বলেন, "উনিশ বছর বয়সে যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন কিচ্ছু জানতাম না আমি । পুরোটাই অচেনা অজানা । ওই বয়সে বলিউডের মতো কঠিন জায়গায় ঢোকা সোজ কথা ছিল না ।"
দীপিকা মডেল ছিলেন । তাই শুরু থেকেই তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে । এমনকি তাঁর উচ্চারণ নিয়েও কঠোর সমালোচনা শুনতে হয়েছে দীপিকাকে । তিনি বললেন, "সমালোচনাগুলো খুব আঘাত করত ওই সময় । এক একটা সময় মাত্রা ছাড়িয়ে যেত । তবে আমি মনে করি ওই জন্যই আমি নিজেকে নিখুঁত করে তোলার তাগিদ অনুভব করেছিলাম ।"
সব খারাপের মধ্যেও ভালোটাকে খুঁজে নেন দীপিকা । এবারও সেটাই করলেন । আর এই পুরো জার্নিতে শাহরুখ খান ও পরিচালক ফারাহ খানকে ধন্যবাদ দিতেও ভুললেন না অভিনেত্রী, তাঁকে বিশ্বাস করার জন্য, সাহস জোগানোর জন্য ।