মুম্বই : অভিনেত্রী হিসেবে নিজেকে বলিউডের প্রথম সারিতে প্রতিষ্ঠা করেছেন দীপিকা। তাঁর সঙ্গে রণবীর কাপুর ও রণবীর সিং দু'জনেরই অনস্ক্রিন কেমিস্ট্রি অনবদ্য। এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন রণবীর কাপুর অনেকটা তাঁর মতো, অন্যদিকে রণবীর সিং প্রতি ছ'মাসে বদলে যায়। দেখা যাক, দীপিকা ঠিক কী বলতে চাইলেন...
অভিনেত্রীর মতে, "অভিনয় করার ক্ষেত্রে রণবীর কাপুরের কোনও প্রথাগত পদ্ধতি নেই। আমি ওঁকে কখনও কোনও চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি। সেই দিক থেকে রণবীর কাপুর আমার মতো। আমরা যখন একসঙ্গে অভিনয় করি, তখন আমাদের 50 শতাংশ রিহার্সাল করা থাকে, আর 50 শতাংশ আমরা স্পন্টেনিয়াসলি করি।"
- View this post on Instagram
@deepikapadukone is all set for #PublicityKaTamasha! Are you? #Tamasha27thNovember Link in the bio.
">
আর রণবীর সিং? দীপিকা বললেন, "অন্যদিকে রণবীর সিং একেবারে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। কোনও একটি চরিত্রে অভিনয় করার জন্য ও সবকিছু বদলে ফেলে..নিজের গাড়ি থেকে শুরু করে নিজের পোশাক এমনকি পারফিউম অবধি সবকিছু বদলে ফেলে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দীপিকা আরও বলেন, "ও প্রতি ছ'মাসে বদলে যায়। আর সেই কারণেই আমাদের সম্পর্ক এতদিন ধরে লাস্টিং করেছে; আমি কখনও বোর হই না।" রণবীর কাপুর আর রণবীর সিংকে নিয়ে দীপিকার এই অ্যানালিসিস সত্যিই তারিফযোগ্য, মত দর্শকদের।