ETV Bharat / sitara

রণবীর কাপুর আমার মতো, রণবীর সিং বদলে যায় ছ'মাস অন্তর : দীপিকা - রণবীর কাপুর

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি নতুন করে সূচনার অপেক্ষা রাখে না । কিন্তু, তাদের কেমিস্ট্রির রহস্য কী? দীপিকা জানালেন, রণবীর প্রতি ছ'মাসে বদলে যায় এবং সেই কারণেই আমাদের সম্পর্কটা এতদিন ধরে লাস্টিং করেছে।

Deepika Padukone on Ranbir Kapoor and Ranveer Singh
author img

By

Published : Oct 14, 2019, 9:04 AM IST

মুম্বই : অভিনেত্রী হিসেবে নিজেকে বলিউডের প্রথম সারিতে প্রতিষ্ঠা করেছেন দীপিকা। তাঁর সঙ্গে রণবীর কাপুর ও রণবীর সিং দু'জনেরই অনস্ক্রিন কেমিস্ট্রি অনবদ্য। এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন রণবীর কাপুর অনেকটা তাঁর মতো, অন্যদিকে রণবীর সিং প্রতি ছ'মাসে বদলে যায়। দেখা যাক, দীপিকা ঠিক কী বলতে চাইলেন...

অভিনেত্রীর মতে, "অভিনয় করার ক্ষেত্রে রণবীর কাপুরের কোনও প্রথাগত পদ্ধতি নেই। আমি ওঁকে কখনও কোনও চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি। সেই দিক থেকে রণবীর কাপুর আমার মতো। আমরা যখন একসঙ্গে অভিনয় করি, তখন আমাদের 50 শতাংশ রিহার্সাল করা থাকে, আর 50 শতাংশ আমরা স্পন্টেনিয়াসলি করি।"

আর রণবীর সিং? দীপিকা বললেন, "অন্যদিকে রণবীর সিং একেবারে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। কোনও একটি চরিত্রে অভিনয় করার জন্য ও সবকিছু বদলে ফেলে..নিজের গাড়ি থেকে শুরু করে নিজের পোশাক এমনকি পারফিউম অবধি সবকিছু বদলে ফেলে।"

দীপিকা আরও বলেন, "ও প্রতি ছ'মাসে বদলে যায়। আর সেই কারণেই আমাদের সম্পর্ক এতদিন ধরে লাস্টিং করেছে; আমি কখনও বোর হই না।" রণবীর কাপুর আর রণবীর সিংকে নিয়ে দীপিকার এই অ্যানালিসিস সত্যিই তারিফযোগ্য, মত দর্শকদের।

মুম্বই : অভিনেত্রী হিসেবে নিজেকে বলিউডের প্রথম সারিতে প্রতিষ্ঠা করেছেন দীপিকা। তাঁর সঙ্গে রণবীর কাপুর ও রণবীর সিং দু'জনেরই অনস্ক্রিন কেমিস্ট্রি অনবদ্য। এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন রণবীর কাপুর অনেকটা তাঁর মতো, অন্যদিকে রণবীর সিং প্রতি ছ'মাসে বদলে যায়। দেখা যাক, দীপিকা ঠিক কী বলতে চাইলেন...

অভিনেত্রীর মতে, "অভিনয় করার ক্ষেত্রে রণবীর কাপুরের কোনও প্রথাগত পদ্ধতি নেই। আমি ওঁকে কখনও কোনও চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি। সেই দিক থেকে রণবীর কাপুর আমার মতো। আমরা যখন একসঙ্গে অভিনয় করি, তখন আমাদের 50 শতাংশ রিহার্সাল করা থাকে, আর 50 শতাংশ আমরা স্পন্টেনিয়াসলি করি।"

আর রণবীর সিং? দীপিকা বললেন, "অন্যদিকে রণবীর সিং একেবারে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। কোনও একটি চরিত্রে অভিনয় করার জন্য ও সবকিছু বদলে ফেলে..নিজের গাড়ি থেকে শুরু করে নিজের পোশাক এমনকি পারফিউম অবধি সবকিছু বদলে ফেলে।"

দীপিকা আরও বলেন, "ও প্রতি ছ'মাসে বদলে যায়। আর সেই কারণেই আমাদের সম্পর্ক এতদিন ধরে লাস্টিং করেছে; আমি কখনও বোর হই না।" রণবীর কাপুর আর রণবীর সিংকে নিয়ে দীপিকার এই অ্যানালিসিস সত্যিই তারিফযোগ্য, মত দর্শকদের।

Intro:Body:

রণবীর কাপুর আমার মতো, আর রণবীর সিং বদলে যায় ছ'মাস অন্তর : দীপিকা



রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি নতুন করে সূচনার অপেক্ষা রাখে না । কিন্তু, তাদের কেমিস্ট্রির রহস্য কী? দীপিকা জানালেন, রণবীর প্রতি ছ'মাসে বদলে যায় এবং সেই কারণেই আমাদের সম্পর্কটা এতদিন ধরে লাস্টিং করেছে।



মুম্বই : অভিনেত্রী হিসেবে নিজেকে বলিউডের প্রথম সারিতে প্রতিষ্ঠা করেছেন দীপিকা। তাঁর সঙ্গে রণবীর কাপুর ও রণবীর সিং দু'জনেরই অনস্ক্রিন কেমিস্ট্রি অনবদ্য। এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন রণবীর কাপুর অনেকটা আমার মতো, অন্যদিকে রণবীর সিং প্রতি ছ'মাসে বদলে যায়। দেখা যাক, দীপিকা ঠিক কী বলতে চাইলেন...



অভিনেত্রীর মতে, "অভিনয় করার ক্ষেত্রে রণবীর কাপুরের কোনও প্রথাগত পদ্ধতি নেই। আমি ওঁকে কখনও কোনও চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি। সেই দিক থেকে রণবীর কাপুর আমার মতো।"



আর রণবীর সিং? দীপিকা বললেন, "অন্যদিকে রণবীর সিং একেবারে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। কোনও একটি চরিত্রে অভিনয় করার জন্য় ও সবকিছু বদলে ফেলে..নিজের গাড়ি থেকে শুরু করে নিজের পোশাক এমনকি পারফিউম অবধি সবকিছু বদলে ফেলে।"



দীপিকা আরও বলেন, "ও প্রতি ছ'মাসে বদলে যায়। আর সেই কারণেই আমাদের সম্পর্ক এতদিন ধরে লাস্টিং করেছে; আমি কখনও বোর হই না।" রণবীর কাপুর আর রণবীর সিংকে নিয়ে দীপিকার এই অ্যানালিসিস সত্যিই তারিফযোগ্য, মত দর্শকদের।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.