ETV Bharat / sitara

'পিনাট'-কে মিস করছেন দীপিকা - deepika padukone misses her peanut during lockdown

আজ ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন দীপিকা । লেখেন, "আমি তোমাকে মিস করছি পিনাট !!!"

dsf
sdf
author img

By

Published : May 14, 2020, 3:15 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি দীপিকা পাডুকোনও । তাঁরও দিন কাটছে ঘরে । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে অনেকদিন বোন অনিষা পাডুকোনের সঙ্গে দেখা হয়নি তাঁর । তাই খুবই মন খারাপ ।

লকডাউনের মধ্যে বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । বন্ধ শুটিং । ফলে হাতে কোনও কাজ নেই তারকাদের । তাই বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । একই অবস্থা দীপিকারও । এখন শরীর চর্চার পাশাপাশি রান্নাও করতে দেখা গিয়েছে তাঁকে । তার সঙ্গে তো ঘরের অন্য কাজ রয়েছেই । যাই হোক এই কঠিন পরিস্থিতির মধ্যে বাড়িতেই রয়েছেন তিনি । সময় কাটাচ্ছেন রণবীর সিংয়ের সঙ্গে ।

কিন্তু, কোথাও যেন দীপিকার মন পড়ে রয়েছে বাড়িতে । অনেক দিন দেখা হয়নি বোন অনিষার সঙ্গে । বোনকে আদর করে পিনাট বলে ডাকেন তিনি । জমে রয়েছে একাধিক কথা ।

আজ ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে একথাই ফ্যানদের জানান দীপিকা । লেখেন, "আমি তোমাকে মিস করছি পিনাট !!!"

এর আগে বিয়ের সময় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীপিকা । যেখানে ছিলেন দীপিকার মা ও বোন ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি দীপিকা পাডুকোনও । তাঁরও দিন কাটছে ঘরে । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে অনেকদিন বোন অনিষা পাডুকোনের সঙ্গে দেখা হয়নি তাঁর । তাই খুবই মন খারাপ ।

লকডাউনের মধ্যে বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । বন্ধ শুটিং । ফলে হাতে কোনও কাজ নেই তারকাদের । তাই বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । একই অবস্থা দীপিকারও । এখন শরীর চর্চার পাশাপাশি রান্নাও করতে দেখা গিয়েছে তাঁকে । তার সঙ্গে তো ঘরের অন্য কাজ রয়েছেই । যাই হোক এই কঠিন পরিস্থিতির মধ্যে বাড়িতেই রয়েছেন তিনি । সময় কাটাচ্ছেন রণবীর সিংয়ের সঙ্গে ।

কিন্তু, কোথাও যেন দীপিকার মন পড়ে রয়েছে বাড়িতে । অনেক দিন দেখা হয়নি বোন অনিষার সঙ্গে । বোনকে আদর করে পিনাট বলে ডাকেন তিনি । জমে রয়েছে একাধিক কথা ।

আজ ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে একথাই ফ্যানদের জানান দীপিকা । লেখেন, "আমি তোমাকে মিস করছি পিনাট !!!"

এর আগে বিয়ের সময় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীপিকা । যেখানে ছিলেন দীপিকার মা ও বোন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.