ETV Bharat / sitara

প্রোফাইলে রণবীর কাপুরের সঙ্গে ছবি দিলেন দীপিকা, ব্যাপারটা কী ? - দীপিকা পাড়ুকোনের খবর

প্রোফাইলের ছবি বদলে দিলেন দীপিকা পাড়ুকোন । রণবীরের সঙ্গে অন্তরঙ্গ ছবি দিলেন অভিনেত্রী । না রণবীর সিং নন, রণবীর কাপুর । ব্যাপারটা কী ?

Deepika padukone changes profile picture
Deepika padukone changes profile picture
author img

By

Published : Nov 27, 2020, 3:34 PM IST

মুম্বই : সোশাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলে দিলেন দীপিকা । নিজের ছবি বদলে রণবীর কাপুরের সঙ্গে তাঁর তোলা অন্তরঙ্গ ছবি বসালেন অভিনেত্রী ।

আসলে 'তামাশা' ছবির পাঁচ বছর পূর্তি হল আজ । 2015 সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ইমতিয়াজ় আলি পরিচালিত এই রোম্যান্টিক ড্রামা । তাই এই দিনটিকে সেলিব্রেট করতেই প্রোফাইলে 'বেদ' আর 'তারা'-র ছবি দিলেন দীপিকা ।

দেখে নিন..

Deepika padukone changes profile picture
দীপিকার ইনস্টাগ্রাম প্রোফাইল

ফিল্ম বিশেষজ্ঞদের মতে, 'তামাশা'-ই ইমতিয়াজ়ের শেষ পরিচালিত ছবি, যা প্রকৃতঅর্থে একটা নিটোল প্রেমের গল্প বলে । যেন রূপকথার কোনও গল্প পাতা থেকে উঠে এসে জীবন্ত ধরা দেয় আমাদের চোখে । ইমতিয়াজ় তো এমনই, তিনি তো এমনই সব ছবি বানান যা দর্শককে এক অন্য দুনিয়ায় নিয়ে যায় ।

Deepika padukone changes profile picture
বেদ আর তারা

তারপর ইমতিয়াজ় 'জব হ্যারি মেট সেজল' বা 'লাভ আজ কাল'-এর মতো ছবি বানালেও তা দর্শককে প্রেমের সেই অতিপ্রাকৃত দুনিয়ায় নিয়ে যেতে পারেনি । 'তামাশা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, সিনেমাপ্রেমী ও সমালোচকদের কাছে এই ছবি আজও অনন্য ।

মুম্বই : সোশাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলে দিলেন দীপিকা । নিজের ছবি বদলে রণবীর কাপুরের সঙ্গে তাঁর তোলা অন্তরঙ্গ ছবি বসালেন অভিনেত্রী ।

আসলে 'তামাশা' ছবির পাঁচ বছর পূর্তি হল আজ । 2015 সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ইমতিয়াজ় আলি পরিচালিত এই রোম্যান্টিক ড্রামা । তাই এই দিনটিকে সেলিব্রেট করতেই প্রোফাইলে 'বেদ' আর 'তারা'-র ছবি দিলেন দীপিকা ।

দেখে নিন..

Deepika padukone changes profile picture
দীপিকার ইনস্টাগ্রাম প্রোফাইল

ফিল্ম বিশেষজ্ঞদের মতে, 'তামাশা'-ই ইমতিয়াজ়ের শেষ পরিচালিত ছবি, যা প্রকৃতঅর্থে একটা নিটোল প্রেমের গল্প বলে । যেন রূপকথার কোনও গল্প পাতা থেকে উঠে এসে জীবন্ত ধরা দেয় আমাদের চোখে । ইমতিয়াজ় তো এমনই, তিনি তো এমনই সব ছবি বানান যা দর্শককে এক অন্য দুনিয়ায় নিয়ে যায় ।

Deepika padukone changes profile picture
বেদ আর তারা

তারপর ইমতিয়াজ় 'জব হ্যারি মেট সেজল' বা 'লাভ আজ কাল'-এর মতো ছবি বানালেও তা দর্শককে প্রেমের সেই অতিপ্রাকৃত দুনিয়ায় নিয়ে যেতে পারেনি । 'তামাশা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, সিনেমাপ্রেমী ও সমালোচকদের কাছে এই ছবি আজও অনন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.