ETV Bharat / sitara

'ছপক'-এর জন্য প্রস্তুতি শুরু দীপিকার - Bollywood

'পদ্মাবত'-এর পর 'ছপক'-এ কাজ করছেন দীপিকা।

'ছপক'-এর পোস্টার
author img

By

Published : Apr 2, 2019, 2:17 PM IST

Updated : Apr 2, 2019, 3:53 PM IST

সোশাল মিডিয়া : অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি পোস্টারে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। এবার ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন তিনি।

সম্প্রতি একটি ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, "এই ধরনের হোমওয়ার্ক এইভাবে প্রথম উপভোগ করছি।"

'ছপক' বলবে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর গল্প। আজও অ্যাসিড হামলার দগদগে স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন এমন অনেক লক্ষ্মী। তার মাঝেই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের মধ্যেই লুকিয়ে আছে একটা লড়াই। 'রাজ়ি'-র পর মেঘনা গুলজ়ার তাঁর আগামী ছবি হিসেবে 'ছপক'-কে বেছে নেন।

এর আগে দীপিকা নিজের লুক শেয়ার করে লিখেছিলেন, "একটা চরিত্র যেটা আমার সঙ্গে চিরদিন থাকবে...#Malti...আজ থেকে শুরু হল শুটিং। মুক্তি পাবে ১০ জানুয়ারি ২০২০ সালে।" ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি। দীপিকা বিপরীতে ছবিতে অভিনয় করবেন বিক্রান্ত মেসি।

ছবির প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মেঘনা বলেছিলেন, "ছবিতে আপনারা এই দীপিকাকে দেখতে পাবেন না। আপনারা দেখবেন বিকৃত দীপিকাকে।" মেঘনা বলতে চেয়েছেন যে ছবিতে দীপিকাকে বিন্দুমাত্র গ্ল্যামারেস দেখা যাবে না। এর আগে জানা গেছিল, বিয়ের পর দীপিকা হালকা বিষয় ছবি করতে চান। কিন্তু, 'ছপক'-এর স্ক্রিপ্ট পড়ে তিনি মেঘনাকে না করতে পারেননি।

সোশাল মিডিয়া : অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি পোস্টারে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। এবার ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন তিনি।

সম্প্রতি একটি ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, "এই ধরনের হোমওয়ার্ক এইভাবে প্রথম উপভোগ করছি।"

'ছপক' বলবে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর গল্প। আজও অ্যাসিড হামলার দগদগে স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন এমন অনেক লক্ষ্মী। তার মাঝেই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের মধ্যেই লুকিয়ে আছে একটা লড়াই। 'রাজ়ি'-র পর মেঘনা গুলজ়ার তাঁর আগামী ছবি হিসেবে 'ছপক'-কে বেছে নেন।

এর আগে দীপিকা নিজের লুক শেয়ার করে লিখেছিলেন, "একটা চরিত্র যেটা আমার সঙ্গে চিরদিন থাকবে...#Malti...আজ থেকে শুরু হল শুটিং। মুক্তি পাবে ১০ জানুয়ারি ২০২০ সালে।" ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি। দীপিকা বিপরীতে ছবিতে অভিনয় করবেন বিক্রান্ত মেসি।

ছবির প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মেঘনা বলেছিলেন, "ছবিতে আপনারা এই দীপিকাকে দেখতে পাবেন না। আপনারা দেখবেন বিকৃত দীপিকাকে।" মেঘনা বলতে চেয়েছেন যে ছবিতে দীপিকাকে বিন্দুমাত্র গ্ল্যামারেস দেখা যাবে না। এর আগে জানা গেছিল, বিয়ের পর দীপিকা হালকা বিষয় ছবি করতে চান। কিন্তু, 'ছপক'-এর স্ক্রিপ্ট পড়ে তিনি মেঘনাকে না করতে পারেননি।

Intro:Body:

'ছপক'-এর জন্য প্রস্তুতি শুরু দীপিকার



অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি পোস্টারে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। এবার ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন তিনি।



সম্প্রতি একটি ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, "এই ধরনের হোমওয়ার্ক এইভাবে প্রথম উপভোগ করছি।" 



'ছপক' বলবে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর গল্প। আজও অ্যাসিড হামলার দগদগে স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন এমন অনেক লক্ষ্মী। তার মাঝেই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের মধ্যেই লুকিয়ে আছে একটা লড়াই। 'রাজ়ি'-র পর মেঘনা গুলজ়ার তাঁর আগামী ছবি হিসেবে 'ছপক'-কে বেছে নেন। 



এর আগে দীপিকা নিজের লুক শেয়ার করে লিখেছিলেন, "একটা চরিত্র যেটা আমার সঙ্গে চিরদিন থাকবে...#Malti...আজ থেকে শুরু হল শুটিং। মুক্তি পাবে ১০ জানুয়ারি ২০২০ সালে।" ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি। দীপিকা বিপরীতে ছবিতে অভিনয় করবেন বিক্রান্ত মেসি। 



ছবির প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মেঘনা বলেছিলেন, "ছবিতে আপনারা এই দীপিকাকে দেখতে পাবেন না। আপনারা দেখবেন বিকৃত দীপিকাকে।" মেঘনা বলতে চেয়েছেন যে ছবিতে দীপিকাকে বিন্দুমাত্র গ্ল্যামারেস দেখা যাবে না। এর আগে জানা গেছিল, বিয়ের পর দীপিকা হালকা বিষয় ছবি করতে চান। কিন্তু, 'ছপক'-এর স্ক্রিপ্ট পড়ে তিনি মেঘনাকে না করতে পারেননি।


Conclusion:
Last Updated : Apr 2, 2019, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.