ETV Bharat / sitara

সঞ্জয়লীলার অফিসে দীপিকা, নতুন কোনও ফিল্মের খবর ? - সঞ্জয়লীলা বনসালীর খবর

সঞ্জয়লীলা বনসালীর অফিসে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে । তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা, তাহলে কি নতুন কোনও ফিল্মের খবর আসতে চলেছে শিগগির ?

Deepika Padukone in Sanjay Leela Bansali's office
Deepika Padukone in Sanjay Leela Bansali's office
author img

By

Published : Feb 27, 2020, 2:11 PM IST

মুম্বই : গতকাল অর্থাৎ বুধবার সঞ্জয়লীলা বনসালীর অফিসে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে । খুব অল্প সময়ের মধ্য়েই গাড়িতে উঠে গেলেন অভিনেত্রী । আর সেই থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি নতুন ফিল্মে একসঙ্গে হাত মেলাচ্ছেন সঞ্জয়-দীপিকা ?

প্রায় চার ঘণ্টা ধরে মিটিং হয় দীপিকা-সঞ্জয়ের । পাপারাৎজ়িরা আগে থেকেই এই মিটিংয়ের খবর পেয়ে সঞ্জয়ের অফিসে জমায়েত হয়েছিলেন, অপেক্ষা করেছিলেন দীপিকাকে ক্য়ামেরাবন্দী করতে । কিন্তু, ভালো করে ক্যাপচার করার আগেই গাড়িতে মুখ ঢাকলেন অভিনেত্রী ।

দেখে নিন ভিডিয়ো..

'গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা','বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো ছবিতে সঞ্জয়ের পরিচালনায় দেখা গেছে দীপিকাকে । প্রতিটা ছবিই ব্লকবাস্টার । তবে শুধুমাত্র ক্যারিয়ারগ্রাফে নয়, দীপিকার ব্যক্তিগত জীবনেও সঞ্জয়ের বড় হাত রয়েছে ।

কারণটা সবাই জানেন...'গোলিয়োঁ কি রাসলীলা'-র সূত্রেই রণবীরের সঙ্গে প্রথম দেখা হয় দীপিকার । আলাপ হয়, বন্ধুত্ব হয়, সম্পর্ক তৈরি হয়ে এখন তাঁর বিবাহিত । দীপিকা ও রণবীর দু'জনেই নিজের মুখে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন যে, "সঞ্জয় স্যার" না থাকলে তাঁদের সম্পর্ক আদৌ তৈরি হত কিনা সন্দেহ ।

বনসালী আপাতত ব্যস্ত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিংয়ে । আলিয়া ভাট অভিনীত এই ছবি মুক্তি পাবে এই বছরেরই 11 সেপ্টেম্বর । অন্যদিকে দীপিকাকে দেখা যাবে '83' ছবিতে । সেখানে তিনি কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে । কপিল দেবের চরিত্রে তাঁর রিয়েল লাইফ হাজ়ব্যান্ড রণবীর সিং ।

মুম্বই : গতকাল অর্থাৎ বুধবার সঞ্জয়লীলা বনসালীর অফিসে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে । খুব অল্প সময়ের মধ্য়েই গাড়িতে উঠে গেলেন অভিনেত্রী । আর সেই থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি নতুন ফিল্মে একসঙ্গে হাত মেলাচ্ছেন সঞ্জয়-দীপিকা ?

প্রায় চার ঘণ্টা ধরে মিটিং হয় দীপিকা-সঞ্জয়ের । পাপারাৎজ়িরা আগে থেকেই এই মিটিংয়ের খবর পেয়ে সঞ্জয়ের অফিসে জমায়েত হয়েছিলেন, অপেক্ষা করেছিলেন দীপিকাকে ক্য়ামেরাবন্দী করতে । কিন্তু, ভালো করে ক্যাপচার করার আগেই গাড়িতে মুখ ঢাকলেন অভিনেত্রী ।

দেখে নিন ভিডিয়ো..

'গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা','বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো ছবিতে সঞ্জয়ের পরিচালনায় দেখা গেছে দীপিকাকে । প্রতিটা ছবিই ব্লকবাস্টার । তবে শুধুমাত্র ক্যারিয়ারগ্রাফে নয়, দীপিকার ব্যক্তিগত জীবনেও সঞ্জয়ের বড় হাত রয়েছে ।

কারণটা সবাই জানেন...'গোলিয়োঁ কি রাসলীলা'-র সূত্রেই রণবীরের সঙ্গে প্রথম দেখা হয় দীপিকার । আলাপ হয়, বন্ধুত্ব হয়, সম্পর্ক তৈরি হয়ে এখন তাঁর বিবাহিত । দীপিকা ও রণবীর দু'জনেই নিজের মুখে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন যে, "সঞ্জয় স্যার" না থাকলে তাঁদের সম্পর্ক আদৌ তৈরি হত কিনা সন্দেহ ।

বনসালী আপাতত ব্যস্ত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিংয়ে । আলিয়া ভাট অভিনীত এই ছবি মুক্তি পাবে এই বছরেরই 11 সেপ্টেম্বর । অন্যদিকে দীপিকাকে দেখা যাবে '83' ছবিতে । সেখানে তিনি কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে । কপিল দেবের চরিত্রে তাঁর রিয়েল লাইফ হাজ়ব্যান্ড রণবীর সিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.