ETV Bharat / sitara

হোলি খেলতে পছন্দ করেন না দীপিকা ! - দীপিকা পাডুকোন

হোলির সময় একবার খুব খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দীপিকা পাডুকোন । আর সেই কারণেই হোলি খেলতে পছন্দ করেন না তিনি ।

xcv
xcv
author img

By

Published : Mar 10, 2020, 3:30 PM IST

মুম্বই : হোলি উপলক্ষ্যে সকাল থেকেই রং খেলতে ব্যস্ত দেশবাসী । প্রিয়জনদের সঙ্গে রঙের এই উৎসবে মেতে উঠেছেন সবাই । বাদ যাননি একাধিক বলি তারকা । রং খেলার পর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়াও করেছেন তাঁরা । ব্যতিক্রম দীপিকা পাডুকোন । হোলির এই আনন্দ থেকে নিজেকে শত হস্ত দূরেই রাখেন তিনি । অন্যদের মতো কখনওই হোলি খেলায় মেতে উঠতে দেখা যায় না তাঁকে । তবে এর পিছনে রয়েছে একটা ইতিহাস ।

বেশ কয়েক বছর আগের কথা । তখনও অভিনয় জগতে পা রাখেননি দীপিকা । সদ্য মুম্বইতে পা রেখে মডেলিং শুরু করেছেন । হোলির সময় একটা দিন মায়ের সঙ্গে একটি সাবান কম্পানির বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে যান তিনি । অডিশন দেওয়ার পর পেদ্দার রোডে জেঠুর সঙ্গে দেখা করতে যাবেন বলে সিদ্ধান্ত নেন । সেই মতো ট্যাক্সি নিয়ে সোজা সেখানে যান তাঁরা । যদিও তাঁর মা প্রথম থেকেই হোলির দিন রাস্তা দিয়ে তাঁকে হাঁটতে বারণ করেছিলেন । সেই কথা শোনেনি দীপিকা । রাস্তা ফাঁকা দেখে মাকে গাড়ি থেকে নেমে পড়তে বলেন তিনি । আর হেঁটে রাস্তা পার হন ।

সেখানেই বাধে বিপত্তি । রাস্তা ফাঁকা দেখে গাড়ি নামতেই তাঁদের ভুল ভেঙে যায় । কোথা থেকে একদল ছেলে হাজির হয়ে যায় সেখানে । আর দীপিকা ও তাঁর মাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে তারা । দীপিকার থেকে বেশি তাঁর মায়ের গায়ে লাগে ডিমগুলি । ভিজে যায় পোশাক । হোলির দিন এমনই খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দীপিকা । আর সেই কারণেই হোলি থেকে নিজেকে দূরে রাখাই ভালো বলে মনে করেন তিনি ।

ওই দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে দীপিকা বলেন, "হোলির ওইদিন খুব খারাপ অভিজ্ঞতার শিকার হই আমি । সেদিন আমাদের সঙ্গে আর কোনও পোশাক ছিল না । এর জন্য হয়তো মা আমাকে কোনওদিনই ক্ষমা করবে না ।"

মুম্বই : হোলি উপলক্ষ্যে সকাল থেকেই রং খেলতে ব্যস্ত দেশবাসী । প্রিয়জনদের সঙ্গে রঙের এই উৎসবে মেতে উঠেছেন সবাই । বাদ যাননি একাধিক বলি তারকা । রং খেলার পর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়াও করেছেন তাঁরা । ব্যতিক্রম দীপিকা পাডুকোন । হোলির এই আনন্দ থেকে নিজেকে শত হস্ত দূরেই রাখেন তিনি । অন্যদের মতো কখনওই হোলি খেলায় মেতে উঠতে দেখা যায় না তাঁকে । তবে এর পিছনে রয়েছে একটা ইতিহাস ।

বেশ কয়েক বছর আগের কথা । তখনও অভিনয় জগতে পা রাখেননি দীপিকা । সদ্য মুম্বইতে পা রেখে মডেলিং শুরু করেছেন । হোলির সময় একটা দিন মায়ের সঙ্গে একটি সাবান কম্পানির বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে যান তিনি । অডিশন দেওয়ার পর পেদ্দার রোডে জেঠুর সঙ্গে দেখা করতে যাবেন বলে সিদ্ধান্ত নেন । সেই মতো ট্যাক্সি নিয়ে সোজা সেখানে যান তাঁরা । যদিও তাঁর মা প্রথম থেকেই হোলির দিন রাস্তা দিয়ে তাঁকে হাঁটতে বারণ করেছিলেন । সেই কথা শোনেনি দীপিকা । রাস্তা ফাঁকা দেখে মাকে গাড়ি থেকে নেমে পড়তে বলেন তিনি । আর হেঁটে রাস্তা পার হন ।

সেখানেই বাধে বিপত্তি । রাস্তা ফাঁকা দেখে গাড়ি নামতেই তাঁদের ভুল ভেঙে যায় । কোথা থেকে একদল ছেলে হাজির হয়ে যায় সেখানে । আর দীপিকা ও তাঁর মাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে তারা । দীপিকার থেকে বেশি তাঁর মায়ের গায়ে লাগে ডিমগুলি । ভিজে যায় পোশাক । হোলির দিন এমনই খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দীপিকা । আর সেই কারণেই হোলি থেকে নিজেকে দূরে রাখাই ভালো বলে মনে করেন তিনি ।

ওই দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে দীপিকা বলেন, "হোলির ওইদিন খুব খারাপ অভিজ্ঞতার শিকার হই আমি । সেদিন আমাদের সঙ্গে আর কোনও পোশাক ছিল না । এর জন্য হয়তো মা আমাকে কোনওদিনই ক্ষমা করবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.