ETV Bharat / sitara

রণবীরকে জাপটে দীপিকার আদর.. - রণবীর সিংয়ের খবর

সোশাল মিডিয়ায় ফের একবার প্রকাশ্যে রণবীর-দীপিকার প্রেম । রণবীরকে জাপটে ধরে আদর করলেন দীপিকা । ভাইরাল পোস্ট...

Deepika padukone with ranveer singh
Deepika padukone with ranveer singh
author img

By

Published : May 24, 2020, 8:31 PM IST

মুম্বই : রণবীর-দীপিকা বলিউডের অন্যতম চর্চিত কাপল, সে নিয়ে সন্দেহ নেই । তাঁদের পোস্টে লক্ষ লক্ষ লাইক আসে, কমেন্টও আসে অগুনতি । এবার রণবীরকে জড়িয়ে যদি দীপিকা পোস্ট করেন সে তো ভাইরাল হবেই...

হ্যাঁ, তেমনটাই হল । রণবীরকে জাপটে আদর করে দিলেন দীপিকা । আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন স্বয়ং রণবীর, অবশ্যই সেলফি মোডে । ব্যাস সোশাল মিডিয়ায় পুরো হটকেক ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "পৃথিবীর মধ্যে সবথেকে বেশি চটকানো যায় এই মুখটাকে...কিউটি রণবীর সিং ।" রণবীরও চোখ বুজে উপভোগ করছেন বউয়ের মিষ্টি অত্যাচার ।

দেখে নিন ভিডিয়ো...

সম্পূর্ণ সেল্ফ আইসোলেশনে ছিলেন রণবীর-দীপিকা । একসঙ্গে সময়টা যে চুটিয়ে মজা করছেন দু'জনে তা বেশ বোঝা যাচ্ছে ।

মুম্বই : রণবীর-দীপিকা বলিউডের অন্যতম চর্চিত কাপল, সে নিয়ে সন্দেহ নেই । তাঁদের পোস্টে লক্ষ লক্ষ লাইক আসে, কমেন্টও আসে অগুনতি । এবার রণবীরকে জড়িয়ে যদি দীপিকা পোস্ট করেন সে তো ভাইরাল হবেই...

হ্যাঁ, তেমনটাই হল । রণবীরকে জাপটে আদর করে দিলেন দীপিকা । আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন স্বয়ং রণবীর, অবশ্যই সেলফি মোডে । ব্যাস সোশাল মিডিয়ায় পুরো হটকেক ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "পৃথিবীর মধ্যে সবথেকে বেশি চটকানো যায় এই মুখটাকে...কিউটি রণবীর সিং ।" রণবীরও চোখ বুজে উপভোগ করছেন বউয়ের মিষ্টি অত্যাচার ।

দেখে নিন ভিডিয়ো...

সম্পূর্ণ সেল্ফ আইসোলেশনে ছিলেন রণবীর-দীপিকা । একসঙ্গে সময়টা যে চুটিয়ে মজা করছেন দু'জনে তা বেশ বোঝা যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.