ETV Bharat / sitara

'ওম শান্তি ওম'-এর 13 বছর, সোশাল মিডিয়ায় নাম বদল দীপিকার - ওম শান্তি ওম

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'ওম শান্তি ওম'। আর 13 বছর বলিউডে কাটানোর পর সেই দিনের কথা চিন্তা করে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েছেন দীপিকা । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । একটি চরিত্রের নাম ছিল শান্তিপ্রিয়া । আর সেই চরিত্রের নামেই নিজের সোশাল মিডিয়া প্রোফাইলের নাম দিয়েছেন 'শান্তিপ্রিয়া'। বদলে ফেলেছেন প্রোফাইল ছবিও । সেখানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটি ছবি পোস্ট করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Nov 9, 2020, 7:12 PM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে 13টা বছর পার করলেন দীপিকা পাডুকোন । 'ওম শান্তি ওম'-এর হাত ধরে যাত্রা শুরু করেছিলেন তিনি । তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । হয়ে উঠেছেন বলিউডের প্রথমসারির অভিনেত্রী । 13 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'ওম শান্তি ওম'। আর সেই দিনের কথা চিন্তা করে নস্টালজিক হয়ে পড়লেন দীপিকা ।

2007 সালের 9 নভেম্বর দিওয়ালির সময় মুক্তি পেয়েছিল 'ওম শান্তি ওম'। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দীপিকা । আর এই ছবির হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি । সেই সময় অভিনয়ের কিছুই নাকি জানতেন না । শুধু পরিচালক ফারাহ খানের কথা মতো চলেছিলেন । আর প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি ।

asd
টুইটারে নাম বদল করেন দীপিকা

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'ওম শান্তি ওম'। আর 13 বছর বলিউডে কাটানোর পর সেই দিনের কথা চিন্তা করে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েছেন দীপিকা । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । একটি চরিত্রের নাম ছিল শান্তিপ্রিয়া । আর সেই চরিত্রের নামেই নিজের সোশাল মিডিয়া প্রোফাইলের নাম দিয়েছেন 'শান্তিপ্রিয়া'। বদলে ফেলেছেন প্রোফাইল ছবিও । সেখানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটি ছবি পোস্ট করেন তিনি ।

aSd
ইনস্টাগ্রামের নাম বদল করেন দীপিকা

'ওম শান্তি ওম'-এ একজন স্ট্রাগলিং অভিনেতার চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ । যে শান্তিপ্রিয়ার প্রেমে পড়ে গিয়েছিল । কিন্তু, এক লোভী প্রযোজক তাকে খুন করে । মৃত্যুর কয়েক বছর পর আবার ওই স্টুডিয়োতে প্রতিশোধ নিতে অন্য লুকে ফিরে আসে শান্তিপ্রিয়া । সেই চরিত্রেও দেখা গিয়েছিল দীপিকাকে । ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, শ্রেয়স তলপাড়ে ও কিরণ খের ।

এই ছবি 13 বছর পূর্ণ করায় নস্টালজিক হয়ে পড়েন শ্রেয়সও । ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "কয়েকটা ছবি সব সময় স্পেশাল হয়ে থাকে ।"

এরপর রোহিত শেট্টির 'চেন্নাই এক্সপ্রেস'-এ একসঙ্গে কাজ করেছিলেন দীপিকা ও শাহরুখ । এছাড়া ফারহা খানের 'হ্যাপি নিউ ইয়ার'-এও দেখা গিয়েছিল তাঁদের । শাহরুখের আপকামিং ছবিতেও দীপিকাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে ।

মুম্বই : ইন্ডাস্ট্রিতে 13টা বছর পার করলেন দীপিকা পাডুকোন । 'ওম শান্তি ওম'-এর হাত ধরে যাত্রা শুরু করেছিলেন তিনি । তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । হয়ে উঠেছেন বলিউডের প্রথমসারির অভিনেত্রী । 13 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'ওম শান্তি ওম'। আর সেই দিনের কথা চিন্তা করে নস্টালজিক হয়ে পড়লেন দীপিকা ।

2007 সালের 9 নভেম্বর দিওয়ালির সময় মুক্তি পেয়েছিল 'ওম শান্তি ওম'। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দীপিকা । আর এই ছবির হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি । সেই সময় অভিনয়ের কিছুই নাকি জানতেন না । শুধু পরিচালক ফারাহ খানের কথা মতো চলেছিলেন । আর প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি ।

asd
টুইটারে নাম বদল করেন দীপিকা

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'ওম শান্তি ওম'। আর 13 বছর বলিউডে কাটানোর পর সেই দিনের কথা চিন্তা করে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েছেন দীপিকা । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । একটি চরিত্রের নাম ছিল শান্তিপ্রিয়া । আর সেই চরিত্রের নামেই নিজের সোশাল মিডিয়া প্রোফাইলের নাম দিয়েছেন 'শান্তিপ্রিয়া'। বদলে ফেলেছেন প্রোফাইল ছবিও । সেখানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটি ছবি পোস্ট করেন তিনি ।

aSd
ইনস্টাগ্রামের নাম বদল করেন দীপিকা

'ওম শান্তি ওম'-এ একজন স্ট্রাগলিং অভিনেতার চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ । যে শান্তিপ্রিয়ার প্রেমে পড়ে গিয়েছিল । কিন্তু, এক লোভী প্রযোজক তাকে খুন করে । মৃত্যুর কয়েক বছর পর আবার ওই স্টুডিয়োতে প্রতিশোধ নিতে অন্য লুকে ফিরে আসে শান্তিপ্রিয়া । সেই চরিত্রেও দেখা গিয়েছিল দীপিকাকে । ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, শ্রেয়স তলপাড়ে ও কিরণ খের ।

এই ছবি 13 বছর পূর্ণ করায় নস্টালজিক হয়ে পড়েন শ্রেয়সও । ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "কয়েকটা ছবি সব সময় স্পেশাল হয়ে থাকে ।"

এরপর রোহিত শেট্টির 'চেন্নাই এক্সপ্রেস'-এ একসঙ্গে কাজ করেছিলেন দীপিকা ও শাহরুখ । এছাড়া ফারহা খানের 'হ্যাপি নিউ ইয়ার'-এও দেখা গিয়েছিল তাঁদের । শাহরুখের আপকামিং ছবিতেও দীপিকাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.