মুম্বই : কাজের জায়গায় ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেন না রণবীর সিং ও দীপিকা পাডুকোন । এমনকী, শুটিং ফ্লোরে যাওয়ার সময় আলাদা গাড়ি ব্যবহার করেন তাঁরা । ব্যক্তিগত জীবনের বিষয়গুলি যাতে কাজের পরিবেশকে নষ্ট না করে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি ।
'রাম লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-র মতো ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা । এই শুটিং ফ্লোরই মিলিয়ে ছিল তাঁদের । আর সেখান থেকেই নিজেদের ব্যক্তিগত জীবনকে দূরে সরিয়ে রাখেন তাঁরা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, "রণবীর ও আমাকে শুটিং ফ্লোরে একেবারে অন্যভাবে দেখা যায় । অনেক সময় আমরা এক গাড়িতে করেও শুটিংয়ে যাই না । কারণ কাজের জায়গায় আমরা যদি স্বামী-স্ত্রী বা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মতো আচরণ করি সেটা একেবারেই ভালো দেখায় না । যার প্রভাব পড়ে কাজে ।"
কবীর সিংয়ের '৮৩' ছবিতে আরও একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা । সেখানে রণবীরের অনস্ক্রিন স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে । এ প্রসঙ্গে দীপিকা বলেন, "শুটিং চলাকালীন আমি ভাবি না যে রণবীর আমার রিয়েল লাইফ স্বামী । কারণ সেই সময় আরও অনেক কিছু ভাবার থাকে । শুটিংয়ের দৃশ্য, সংলাপ । আর আমি সেগুলো না ভেবে যদি ওর কথা ভাবতে থাকি তাহলে সেটা আমার কাজের উপর প্রতিফলিত হবে । যা ছবিটির জন্য ভালো নয় । "
'৮৩' ছাড়াও মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবির জন্যও ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে দেখা যাবে তাঁকে ।