ETV Bharat / sitara

NCB-র সমন পেয়ে গোয়া থেকে মুম্বই ফিরলেন দীপিকা - দীপিকা পাডুকোন

আজ NCB দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে দীপিকাকে । তার জন্য গতকাল তড়িঘড়ি গোয়া থেকে বিশেষ চাটার্ড ফ্লাইটে মুম্বই ফেরেন তিনি ।

asd
asd
author img

By

Published : Sep 24, 2020, 3:49 PM IST

Updated : Sep 25, 2020, 6:31 AM IST

পানাজি (গোয়া) : মাদক যোগে ইতিমধ্যেই দীপিকা পাডুকোনকে সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । আর সেই কারণেই গতকাল তড়িঘড়ি গোয়া থেকে বিশেষ চাটার্ড ফ্লাইটে মুম্বই ফেরেন তিনি ।

শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য গোয়ায় ছিলেন দীপিকা । সেই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । উত্তর গোয়ার সিনকুয়েরিম বিচ রিসর্টে ছিলেন তিনি । সূত্রের খবর, মুম্বই রওনা দেওয়ার আগে রিসর্টে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেন । তারপরই ডাবোলিং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি ।

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । ইতিমধ্যে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

এরই মধ্যে তদন্তের সময় ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । তারপরই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় করিশ্মাকে । যদিও শরীর খারাপ থাকায় হাজিরা দিতে পারেননি তিনি । এদিকে জিজ্ঞাসাদের জন্য আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে দীপিকাকে । তাই তড়িঘড়ি গতকাল গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি ।

এদিকে মাদক যোগে সারা আলি খানকেও সমন পাঠিয়েছে NCB । 26 সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । তাই গতকাল গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি । পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তিনি গোয়া গিয়েছিলেন বলে জানা গিয়েছে ।

পানাজি (গোয়া) : মাদক যোগে ইতিমধ্যেই দীপিকা পাডুকোনকে সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । আর সেই কারণেই গতকাল তড়িঘড়ি গোয়া থেকে বিশেষ চাটার্ড ফ্লাইটে মুম্বই ফেরেন তিনি ।

শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য গোয়ায় ছিলেন দীপিকা । সেই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । উত্তর গোয়ার সিনকুয়েরিম বিচ রিসর্টে ছিলেন তিনি । সূত্রের খবর, মুম্বই রওনা দেওয়ার আগে রিসর্টে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেন । তারপরই ডাবোলিং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি ।

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । ইতিমধ্যে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

এরই মধ্যে তদন্তের সময় ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । তারপরই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় করিশ্মাকে । যদিও শরীর খারাপ থাকায় হাজিরা দিতে পারেননি তিনি । এদিকে জিজ্ঞাসাদের জন্য আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে দীপিকাকে । তাই তড়িঘড়ি গতকাল গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি ।

এদিকে মাদক যোগে সারা আলি খানকেও সমন পাঠিয়েছে NCB । 26 সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । তাই গতকাল গোয়া থেকে মুম্বই ফেরেন তিনি । পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তিনি গোয়া গিয়েছিলেন বলে জানা গিয়েছে ।

Last Updated : Sep 25, 2020, 6:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.