ETV Bharat / sitara

রণবীরের সঙ্গে মুম্বই বিমানবন্দরে কেক কাটলেন দীপিকা - Deepika cuts cake at airport

ফ্যানের অনুরোধে মুম্বই বিমানবন্দরে কেক কাটলেন দীপিকা পাডুকোন । সঙ্গে ছিলেন রণবীর সিংও ।

dfg
df
author img

By

Published : Jan 5, 2020, 4:56 PM IST

মুম্বই : অনেক ক্ষেত্রেই ফ্যানদের অনুরোধ রাখতে হয় অভিনেতাদের । বেশিরভাগ অভিনেতাই তা রাখেন । আর তা অন্যথা হয়নি দীপিকা পাডুকোনের ক্ষেত্রেও । জন্মদিনে ফ্যানের অনুরোধ ফেলতে পারেননি তিনি ।

আজ সকালে মুম্বই বিমানবন্দরে একটি গাড়ি থামে । তার থেকে নেমে আসেন রণবীর সিং । এরপর গাড়ির উলটো দিকে এসে দরজা খুলে দেন । গাড়ি থেকে নামেন দীপিকা । সঙ্গে সঙ্গে পাপারাৎজ়িরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান । এরপরই হঠাৎ চকোলেট কেক হাতে নিয়ে এক যুবক দীপিকার দিকে এগিয়ে যান । পাপারাৎজ়িরা জানান, রাত থেকে দীপিকার পথ চেয়ে নাকি বিমানবন্দরে বসে ছিলেন ওই যুবক । শুধু চেয়েছিলেন তাঁর আনা চকোলেট কেক যেন দীপিকা কাটেন ।

এই সব কথা শুনে ওই ভক্তের অনুরোধ ফেলতে পারেননি দীপিকা । আর তাতে সম্মতি জানান রণবীরও । ওই যুবকের আনা কেক বিমানবন্দরের বাইরেই কাটেন দীপিকা । এরপর তার একটি টুকরো ওই যুবক ও রণবীরকে খাওয়ান । হাসিমুখে ওই যুবকের সঙ্গে তারকা দম্পতি ছবিও তোলেন ।

এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । রণবীর ও দীপিকা দু'জনের ক্যাজ়ুয়াল পোশাক পরেছিলেন । কমলা রঙের সোয়েটার পরেন দীপিকা । অন্যদিকে রণবীর পরেছিলেন ঢাউস লং কোট ও মানানসই টুপি । তারপর সেখান থেকে বিমান ধরে সোজা লখনউ চলে যান এই তারকা দম্পতি । সেখানেই জন্মদিন পালন করবেন দীপিকা ।

কাজের দিক থেকে এখন আপাতত মেঘনা গুলজ়ারের 'ছপাক' নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন তিনি । ছবিতে ফুটে উঠবে তাঁর লড়াইয়ের কাহিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : অনেক ক্ষেত্রেই ফ্যানদের অনুরোধ রাখতে হয় অভিনেতাদের । বেশিরভাগ অভিনেতাই তা রাখেন । আর তা অন্যথা হয়নি দীপিকা পাডুকোনের ক্ষেত্রেও । জন্মদিনে ফ্যানের অনুরোধ ফেলতে পারেননি তিনি ।

আজ সকালে মুম্বই বিমানবন্দরে একটি গাড়ি থামে । তার থেকে নেমে আসেন রণবীর সিং । এরপর গাড়ির উলটো দিকে এসে দরজা খুলে দেন । গাড়ি থেকে নামেন দীপিকা । সঙ্গে সঙ্গে পাপারাৎজ়িরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান । এরপরই হঠাৎ চকোলেট কেক হাতে নিয়ে এক যুবক দীপিকার দিকে এগিয়ে যান । পাপারাৎজ়িরা জানান, রাত থেকে দীপিকার পথ চেয়ে নাকি বিমানবন্দরে বসে ছিলেন ওই যুবক । শুধু চেয়েছিলেন তাঁর আনা চকোলেট কেক যেন দীপিকা কাটেন ।

এই সব কথা শুনে ওই ভক্তের অনুরোধ ফেলতে পারেননি দীপিকা । আর তাতে সম্মতি জানান রণবীরও । ওই যুবকের আনা কেক বিমানবন্দরের বাইরেই কাটেন দীপিকা । এরপর তার একটি টুকরো ওই যুবক ও রণবীরকে খাওয়ান । হাসিমুখে ওই যুবকের সঙ্গে তারকা দম্পতি ছবিও তোলেন ।

এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । রণবীর ও দীপিকা দু'জনের ক্যাজ়ুয়াল পোশাক পরেছিলেন । কমলা রঙের সোয়েটার পরেন দীপিকা । অন্যদিকে রণবীর পরেছিলেন ঢাউস লং কোট ও মানানসই টুপি । তারপর সেখান থেকে বিমান ধরে সোজা লখনউ চলে যান এই তারকা দম্পতি । সেখানেই জন্মদিন পালন করবেন দীপিকা ।

কাজের দিক থেকে এখন আপাতত মেঘনা গুলজ়ারের 'ছপাক' নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন তিনি । ছবিতে ফুটে উঠবে তাঁর লড়াইয়ের কাহিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.