মুম্বই : এর আগে যতবার বড় পরদায় এসেছেন তিনি, দর্শক সাদরে গ্রহণ করেছেন তাকে। তিনি 'চুলবুল পাণ্ডে'। 'দাবাং 3'-এর ট্রেলারে দাবাংগিরি সলমন খানের। আগের থেকে আরও বেশি 'লার্জার দ্যান লাইফ' অবতারে।
চুলবুল পাণ্ডে কী করে চুলবুল পাণ্ডে হল? ওরকম একজন কঠিন মানুষ হয়ে ওঠার পিছনে ইতিহাসটা কী? উত্তর খুঁজবে 'দাবাং 3'। ট্রেলারে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল।
ছবিতে সলমনের বিপরীতে অবশ্যই তার স্ত্রী 'রাজ্জো' সোনাক্ষী সিনহা। এছাড়াও রয়েছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সায়ি। তিনি এই ছবিতে সলমনের প্রাক্তন প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন।
দেখে নিন ছবির ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">