ETV Bharat / sitara

শাহরুখের সঙ্গে সলমানের লড়াই 'দাবাং ৩'-তে ! - শাহরুখ খান

একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে সলমান লেখেন, "রোম্যান্সের রাজা শাহরুখ খান নাকি আমি ? খুশির মনের কথা জানা খুব একটা সহজ নয়..."

g
gf
author img

By

Published : Dec 16, 2019, 11:59 PM IST

মুম্বই : চুলবুল পান্ডে নাকি শাহরুখ খান, কে জিতবে খুশির মন ? 'দাবাং ৩'-তে মিলবে এই প্রশ্নের উত্তর । অবাক লাগলেও এটই সত্যি !

আসলে 'দাবাং 3'-তে খুশির চরিত্রে অভিনয় করছেন সাই মাঞ্জরেকর । তিনি শাহরুখের বড় ফ্যান । রাজ্জোর সঙ্গে দেখা হওয়ার আগে খুশির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল চুলবুলের । যদিও তা পরিণতি পায়নি । আর চুলবুলের 'দাবাং' হয়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে । সম্প্রতি সোশাল মিডিয়ায় ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন সলমান । আসলে সেটি 'দাবাং ৩'-এর প্রোমোশনাল ভিডিয়ো ।

সেই ভিডিয়োর শুরুতেই একটি ঘরের মধ্যে খুশি ও চুলবুলকে বসে থাকতে দেখা গেছে । আর তাঁদের ঠিক পিছনের দেওয়ালে সাঁটা রয়েছে শাহরুখের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির একটি পোস্টার । পোস্টারে কাজলের জাগায় শাহরুখের সঙ্গে খুশির মুখ সাঁটা রয়েছে । যা দেখে সন্দেহ হয় চুলবুলের । থাকতে না পেরে তিনি ছাড়া খুশি আর কাকে ভালোবাসে সে কথা জিজ্ঞাসা করেন । উত্তরও মেলে । কিন্তু, কোথাও শাহরুখের কথা বলতে শোনা যায়নি খুশিকে ।

এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে সলমান লেখেন, "রোম্যান্সের রাজা শাহরুখ খান নাকি আমি ? খুশির মনের কথা জানা খুব একটা সহজ নয়..."

শাহরুখ রোম্যান্সের বাদশা । বি টাউনের অনেক অভিনেতাই তাঁর ভক্ত । অনেকের কাছেই আইডল তিনি । তাঁর মতো হতে চান অনেকেই । সম্প্রতি 'বালা' ছবিতে আয়ুষ্মান খুরানাও ছিলেন কিং খানের ভক্ত । শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছিলেন তিনি ।

'দাবাং'-এর প্রতিটি সিকুয়েলের মতো 'দাবাং ৩'-তেও চুলবুল পান্ডের চরিত্রে অভিনয় করবেন সলমান । এছাড়া রাজ্জোর ভূমিকায় দেখা যাবে সোনাক্ষী সিনহাকে । 20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : চুলবুল পান্ডে নাকি শাহরুখ খান, কে জিতবে খুশির মন ? 'দাবাং ৩'-তে মিলবে এই প্রশ্নের উত্তর । অবাক লাগলেও এটই সত্যি !

আসলে 'দাবাং 3'-তে খুশির চরিত্রে অভিনয় করছেন সাই মাঞ্জরেকর । তিনি শাহরুখের বড় ফ্যান । রাজ্জোর সঙ্গে দেখা হওয়ার আগে খুশির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল চুলবুলের । যদিও তা পরিণতি পায়নি । আর চুলবুলের 'দাবাং' হয়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে । সম্প্রতি সোশাল মিডিয়ায় ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন সলমান । আসলে সেটি 'দাবাং ৩'-এর প্রোমোশনাল ভিডিয়ো ।

সেই ভিডিয়োর শুরুতেই একটি ঘরের মধ্যে খুশি ও চুলবুলকে বসে থাকতে দেখা গেছে । আর তাঁদের ঠিক পিছনের দেওয়ালে সাঁটা রয়েছে শাহরুখের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির একটি পোস্টার । পোস্টারে কাজলের জাগায় শাহরুখের সঙ্গে খুশির মুখ সাঁটা রয়েছে । যা দেখে সন্দেহ হয় চুলবুলের । থাকতে না পেরে তিনি ছাড়া খুশি আর কাকে ভালোবাসে সে কথা জিজ্ঞাসা করেন । উত্তরও মেলে । কিন্তু, কোথাও শাহরুখের কথা বলতে শোনা যায়নি খুশিকে ।

এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে সলমান লেখেন, "রোম্যান্সের রাজা শাহরুখ খান নাকি আমি ? খুশির মনের কথা জানা খুব একটা সহজ নয়..."

শাহরুখ রোম্যান্সের বাদশা । বি টাউনের অনেক অভিনেতাই তাঁর ভক্ত । অনেকের কাছেই আইডল তিনি । তাঁর মতো হতে চান অনেকেই । সম্প্রতি 'বালা' ছবিতে আয়ুষ্মান খুরানাও ছিলেন কিং খানের ভক্ত । শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছিলেন তিনি ।

'দাবাং'-এর প্রতিটি সিকুয়েলের মতো 'দাবাং ৩'-তেও চুলবুল পান্ডের চরিত্রে অভিনয় করবেন সলমান । এছাড়া রাজ্জোর ভূমিকায় দেখা যাবে সোনাক্ষী সিনহাকে । 20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.