ETV Bharat / sitara

'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' দেখে চোখে জল হৃতিকের - হৃতিক রোশনের খবর

জাহ্নবী কাপুর অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ 12 অগাস্ট । ছবিটি বেশ ভালো রিভিউ পাচ্ছে দর্শক ও সমালোচকদের কাছে । ব্যতিক্রম নন হৃতিক রোশনও । ছবি দেখে চোখে জল এসে গেল অভিনেতার ।

Hrithik Roshan praised Gunjan saxena
Hrithik Roshan praised Gunjan saxena
author img

By

Published : Aug 13, 2020, 10:00 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির স্টারকিডদের উপর রোষ গিয়ে পড়েছে নেটিজেনদের । তাঁদের সমস্ত ছবি বয়কট করে দেওয়ার ডাক দিয়েছেন দর্শক । তাই 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' নিয়ে দর্শকের কী প্রতিক্রিয়া হবে সেটা একটা চিন্তার বিষয় ছিল বটে । কিন্তু, দর্শক থেকে সমালোচক বেশ ভালো রিভিউ দিচ্ছেন শরন শর্মা পরিচালিত এই ছবিকে ।

বাদ নেই হৃতিক রোশনও । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি তাঁর অনুভূতির কথা জানিয়েছেন ।

হৃতিক লিখেছেন, "এই মাত্র 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' দেখলাম । দেখে আমার চোখে জল এসে গেল । হাসলামও চুটিয়ে । ছবির পুরো টিমকে আমার নমস্কার । আউটস্টান্ডিং ছবি ।"

Hrithik Roshan praised Gunjan saxena
.

এই ছবি জাহ্নবীকেও খুব অনুপ্রাণিত করেছে । তিনি আগেই জানিয়েছিলেন, "প্রথম মহিলা এয়ারফোর্স অফিসারের গল্প আপনাদের শোনানোর সুযোগ পেয়ে আমি ধন্য । তাঁর জার্নি আমায় যেভাবে অনুপ্রাণিত করেছে, আশা করব আপনাদেরও করবে ।"

নেটফ্লিক্সের পরদায় মুক্তি পেয়েছে 'গুঞ্জন সাক্সেনা...' দেখে নিন ছবির ট্রেলার

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির স্টারকিডদের উপর রোষ গিয়ে পড়েছে নেটিজেনদের । তাঁদের সমস্ত ছবি বয়কট করে দেওয়ার ডাক দিয়েছেন দর্শক । তাই 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' নিয়ে দর্শকের কী প্রতিক্রিয়া হবে সেটা একটা চিন্তার বিষয় ছিল বটে । কিন্তু, দর্শক থেকে সমালোচক বেশ ভালো রিভিউ দিচ্ছেন শরন শর্মা পরিচালিত এই ছবিকে ।

বাদ নেই হৃতিক রোশনও । সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি তাঁর অনুভূতির কথা জানিয়েছেন ।

হৃতিক লিখেছেন, "এই মাত্র 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' দেখলাম । দেখে আমার চোখে জল এসে গেল । হাসলামও চুটিয়ে । ছবির পুরো টিমকে আমার নমস্কার । আউটস্টান্ডিং ছবি ।"

Hrithik Roshan praised Gunjan saxena
.

এই ছবি জাহ্নবীকেও খুব অনুপ্রাণিত করেছে । তিনি আগেই জানিয়েছিলেন, "প্রথম মহিলা এয়ারফোর্স অফিসারের গল্প আপনাদের শোনানোর সুযোগ পেয়ে আমি ধন্য । তাঁর জার্নি আমায় যেভাবে অনুপ্রাণিত করেছে, আশা করব আপনাদেরও করবে ।"

নেটফ্লিক্সের পরদায় মুক্তি পেয়েছে 'গুঞ্জন সাক্সেনা...' দেখে নিন ছবির ট্রেলার

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.