ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : পিছিয়ে যেতে একাধিক ছবি মুক্তির তারিখ - 83 release dates postponed

কোরোনা আতঙ্কর জেরে পিছিয়ে যেতে পারে একাধিক আপকামিং হিন্দি ছবি মুক্তির তারিখ । সেই তালিকার মধ্যে রয়েছে 'সূর্যবংশী', '83' ও 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর মতো ছবিগুলি ।

gf
fdg
author img

By

Published : Mar 11, 2020, 6:26 PM IST

মুম্বই : গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বেড়ে চলেছেন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । কোরোনা আতঙ্কের জেরে বেশ কয়েকটি ছবির মুক্তির দিন পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে ।

গোটা দেশের পাশাপাশি আক্রান্তর সংখ্যা বাড়ছে কেরালাতেও । 31 মার্চ পর্যন্ত জেলার সব স্কুল ও প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । এমনকী, দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে । এই পরিস্থিতির মধ্যে বেশিরভাগ দর্শকই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখবেন না বলে অনুমান বিশেষজ্ঞদের । আর তাই পিছিয়ে যেতে পারে একাধিক আপকামিং হিন্দি ছবি মুক্তির তারিখ । সেই তালিকার মধ্যে রয়েছে 'সূর্যবংশী', '83' ও 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর মতো ছবিগুলি ।

একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী'-র মুক্তির দিন পিছিয়ে দিতে পারেন রোহিত শেট্টি । কারণ কোরোনা আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে ছবিটি মুক্তি পেলে বক্স অফিস থেকে ভালো আয় করবে না এই ছবি ।

এরপরেই তালিকায় রয়েছে দীপিকা পাডুকোন ও রণবীর সিং অভিনীত '83' ছবিটি । ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন নির্মাতারা । প্রথমে ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল বুধবার । কিন্তু, আপাতত তা স্থগিত রাখা হয়েছে । ছবি মুক্তির দিনও এবার পিছিয়ে দেওয়া হবে বলে অনুমান ।

কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে যেতে পারে 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' ছবির মুক্তির দিনও । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । দেশের প্রথম মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন তিনি । যদিও ছবি পিছিয়ে যাওয়া নিয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি ।

মুম্বই : গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বেড়ে চলেছেন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । কোরোনা আতঙ্কের জেরে বেশ কয়েকটি ছবির মুক্তির দিন পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে ।

গোটা দেশের পাশাপাশি আক্রান্তর সংখ্যা বাড়ছে কেরালাতেও । 31 মার্চ পর্যন্ত জেলার সব স্কুল ও প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । এমনকী, দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে । এই পরিস্থিতির মধ্যে বেশিরভাগ দর্শকই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখবেন না বলে অনুমান বিশেষজ্ঞদের । আর তাই পিছিয়ে যেতে পারে একাধিক আপকামিং হিন্দি ছবি মুক্তির তারিখ । সেই তালিকার মধ্যে রয়েছে 'সূর্যবংশী', '83' ও 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর মতো ছবিগুলি ।

একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী'-র মুক্তির দিন পিছিয়ে দিতে পারেন রোহিত শেট্টি । কারণ কোরোনা আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে ছবিটি মুক্তি পেলে বক্স অফিস থেকে ভালো আয় করবে না এই ছবি ।

এরপরেই তালিকায় রয়েছে দীপিকা পাডুকোন ও রণবীর সিং অভিনীত '83' ছবিটি । ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন নির্মাতারা । প্রথমে ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল বুধবার । কিন্তু, আপাতত তা স্থগিত রাখা হয়েছে । ছবি মুক্তির দিনও এবার পিছিয়ে দেওয়া হবে বলে অনুমান ।

কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে যেতে পারে 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' ছবির মুক্তির দিনও । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । দেশের প্রথম মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন তিনি । যদিও ছবি পিছিয়ে যাওয়া নিয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.