মুম্বই : গোটা বিশ্বেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । আর তা নিয়ে যথেষ্ট চিন্তিত সবাই । বাদ যাননি তারকারাও । এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সোশাল মিডিয়ায় নিজেদের মতও প্রকাশ করেছেন তাঁরা । বাদ যাননি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরও । তাঁর মতে, লকডাউন নয় । কোরোনা মোকাবিলার জন্য দেশে জরুরি অবস্থা জারি করা উচিত । যদিও এই ধরনের মতামত দেওয়ার জন্য নেটিজ়েনদের কাছে ট্রোলড হন তিনি ।
সম্প্রতি টুইট করে তিনি লেখেন, "প্রিয় ভারতীয়রা । আমাদের অবশ্যই জরুরি অবস্থা জারি করা উচিত । দেখুন সারা দেশের কী অবস্থা ! টিভিকে যদি বিশ্বাস করেন তাহলে দেখবেন পুলিশ ও মেডিকেল কর্মীদের মারধর করা হচ্ছে ! এই পরিস্থিতি সামাল দেওয়ার অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেই । একমাত্র এতেই আমাদের সবার ভালো হবে । কোনও আতঙ্কও থাকবে না ।"
-
Dear fellow Indians. We must and have to declare EMERGENCY. Look at what’s happening all over the country! If the TV is to believed,people are beating policemen and medical staff! There is no other way to contain the situation. It is only good for all of us. Panic is setting in.
— Rishi Kapoor (@chintskap) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear fellow Indians. We must and have to declare EMERGENCY. Look at what’s happening all over the country! If the TV is to believed,people are beating policemen and medical staff! There is no other way to contain the situation. It is only good for all of us. Panic is setting in.
— Rishi Kapoor (@chintskap) March 26, 2020Dear fellow Indians. We must and have to declare EMERGENCY. Look at what’s happening all over the country! If the TV is to believed,people are beating policemen and medical staff! There is no other way to contain the situation. It is only good for all of us. Panic is setting in.
— Rishi Kapoor (@chintskap) March 26, 2020
এদিকে এই ধরনের মন্তব্যের জন্য নেটিজ়েনদের কাছে ট্রোলড হন ঋষি । কেউ বলেন, "কীভাবে শুধুমাত্র জরুরি অবস্থাই এই সমস্যার সমাধান করবে ? লকডাউন কেন নয় ?" আবার কেউ লেখেন, "স্যার এটা মোটেও সহজ বিষয় নয়...কারণ গরীব মানুষরা কীভাবে বেঁচে থাকবেন তা সম্পর্কে আমাদের কাছে নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই ।" আবার কেউ মজা করে লেখেন, "মুম্বইবাসীরা কি ঋষি কাপুরের বাড়ির বাইরে লম্বা দেওয়াল তুলে দিতে পারবেন ? যাতে তিনি খুশি হন আর জরুরি অবস্থা অনুভূত হয় তাঁর..."
কিছুদিন আগেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে নেটিজ়েনদের বারণ করেছিলেন ঋষি । তা সত্ত্বেও এই মন্তব্যর পর তাঁকে মাতাল বলে উল্লেখ করেন নেটিজ়েনদের একাংশ । কেউ বলেন, "এটা মাত্রাতিরিক্ত মদ্য পানের ফল ।" কেউ আবার লেখেন, "রাত 9টার পর ঋষি যদি কোনও টুইট করেন তাহলে সেটিকে খুব বেশি গুরুত্ব দেবেন না..."
প্রসঙ্গত, কোরোনা মোকাবিলা করতে দেশজুড়ে 21 দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । খুব প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন তিনি । একাধিক তারকাও কোরোনা সম্পর্কে ফ্যানদের সচেতন করেছেন । এমনকী, লকডাউনকে হালকাভাবে না নেওয়ার পরামর্শও দিয়েছেন । তবে জরুরি অবস্থা জারি নিয়ে এর আগে কাউকেই মন্তব্য করতে দেখা যায়নি ।