মুম্বই : কোরোনা ভাইরাসে আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুর । লন্ডন থেকে কিছুদিন আগেই দেশে ফেরেন তিনি । জানা গেছে, তারপর কোয়ারেন্টাইনে না গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেন । তাঁর বন্ধুরা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলারা । এর জন্য তাঁকে 'দায়িত্বজ্ঞানহীন' ও 'অশিক্ষিত' বলেও কটাক্ষ করেন নেটিজ়েনরা ।
10 দিন আগেই লন্ডন থেকে বাড়ি ফেরেন কণিকা । তখন তাঁকে বিমানবন্দরে স্ক্যান করা হয় । কিন্তু, তখন তাঁর কোনও লক্ষণ ধরা পড়েনি । চারদিন আগে থেকে জ্বর ও অন্য লক্ষণ দেখা যেতে শুরু করে । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি । এখন লখনউয়ের একটি হাসপাতালে চিকিৎসাধিন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ।
ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা শেয়ার করেন কণিকা । লেখেন, "চারদিন আগে থেকে আমার সর্দি-কাশি শুরু হয় । সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই । পরীক্ষার পর জানা যায় যে আমি কোরোনা ভাইরাসে আক্রান্ত । আমি ও আমার পরিবারের সদস্যরা সবাই আপাতত কোয়ারেন্টাইনে রয়েছে । চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি । আপনাদেরও যদি জ্বর-সর্দি-কাশি হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান । কোনও চিন্তা না করে শুধু চিকিৎসকদের কথা মেনে চললেই এই রোগ নিরাময় সম্ভব । এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতামূলক যে বার্তা দেওয়া হচ্ছে তা মেনে চলুন ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপরই সামনে আসে কণিকার পার্টির একটি ভিডিয়ো । যেখানে লন্ডন থেকে বাড়ি ফিরেই তাঁকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় । যার কারণে এই গায়িকার উপর ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজ়েনরা । একজন শিক্ষিত মহিলা হয়ে তিনি কীভাবে কোয়ারেন্টাইনে না গিয়ে পার্টি করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা ।
এই ধরনের 'অশিক্ষিত'-র মতো কাজের জন্য তাঁকে গ্রেপ্তার করা উচিত বলেও মনে করেন নেটিজ়েনদের একাংশ । এমনকী, গাফিলতির জন্য তাঁকে 'অশিক্ষিত' বলেন অনেকেই ।