মুম্বই : বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই থাবা বসিয়েছে নভেল কোরোনা ভাইরাস । প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা । এর জেরে বিশ্বে মৃত্যু হয়েছে 6 হাজারেরও বেশি মানুষের । চারিপাশে এখন এই আতঙ্ক গ্রাস করেছে মানুষকে । কোনওরকম ঝুঁকি নিতে চান কেউই । আর সেই কারণেই এবার সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক, ওয়েব সিরিজ় সহ যে কোনও ধরনের শুটিং 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA) ।
গতকাল IMPPA প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করে ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লোয়িজ়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (WIFPA) ও ইন্ডিয়ান ফিল্ম ও টিভি প্রোডিউসার্স কাউন্সিলের (IFPTC) সদস্যরা । সেখানেই 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
তবে 31 মার্চের পর শুটিং শুরু করা যাবে কি না সেটা অবশ্য নির্ভর করছে তখনকার পরিস্থিতির উপর । ফের বৈঠক হবে 30 মার্চ । সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে । পরিস্থিতির উন্নতি হলে তবেই শুরু করা হবে শুটিং ।
-
ALL shootings to come to a halt from 19 to 31 March 2020... OFFICIAL statement... #CoronaVirus #COVID19 pic.twitter.com/GGxEcdiogr
— taran adarsh (@taran_adarsh) March 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ALL shootings to come to a halt from 19 to 31 March 2020... OFFICIAL statement... #CoronaVirus #COVID19 pic.twitter.com/GGxEcdiogr
— taran adarsh (@taran_adarsh) March 15, 2020ALL shootings to come to a halt from 19 to 31 March 2020... OFFICIAL statement... #CoronaVirus #COVID19 pic.twitter.com/GGxEcdiogr
— taran adarsh (@taran_adarsh) March 15, 2020
এ প্রসঙ্গে IFTDA প্রেসিডেন্ট অশোক পণ্ডিত বলেন, "সিনেমা ও বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে । অনেক আলোচনার পর আমরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখা হবে । বৃহস্পতিবার পর্যন্ত সবাইকে সময় দেওয়া হয়েছে । যাতে তারা প্যাকআপ করার মতো সময়টুকু পায় । পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।"
ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 110 জনে ৷ এর মধ্যে 93 জন ভারতীয় নাগরিক ৷ 17 জন বিদেশির দেহে কোরোনার ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ৷ তার মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের ৷ ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৷ সেখানে 32 জন আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷ দ্বিতীয় স্থানে আছে কেরালা ৷ 22 জন আক্রান্তের হদিশ মিলেছে সেখানে ৷
অন্যদিকে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার বিচারে এখনও সবার উপরে রয়েছে চিন ৷ চিনের পরই মৃতের সংখ্যার বিচারে তালিকায় রয়েছে ইট্যালি ৷ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই কোরোনা ভাইরাসকে 'প্যানডেমিক' বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই সব বিষয়কে মাথায় রেখেই গতকালের বৈঠকে সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে IMPPA ।