মুম্বই : পথকুকুরদের খাওয়ানোর জন্য টাকা সংগ্রহ করতে চায় ফারাহ খানের মেয়ে আন্যা । আর সেই জন্য সে নিজের আঁকা ছবি বিক্রি করবে । 12 বছরের মেয়ের এই ভাবনা দেখে মুগ্ধ ফারাহ ।
মেয়ের আঁকা সেই ছবিটি শেয়ার করে ফারাহ লিখেছেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা পথকুকুর, যাদের কোনও আশ্রয় নেই, তাদের খাওয়ানোয় জন্য খরচ করা হবে।"
নিজের ছোটো মেয়েটির এই পরিণত ভাবনা দেখে মুগ্ধ ফারাহ, লিখেছেন, "বেশি নয়, ও মাত্র 12 বছরের ।" তাব্বু, রাজীব মাসান্দ, আরতি শেট্টির মতো তারকারা ইতিমধ্যেই অর্ডার করে দিয়েছেন আন্যার আঁকা ছবি । তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ফারাহ ।
দেখে নিন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">