ETV Bharat / sitara

পথকুকুরদের জন্য ভাবনা ফারাহর মেয়ে আন্যার - ফারাহ খানের খবর

পথকুকুরদের পাশে দাঁড়াতে এক দারুণ উদ্যোগ ফারাহ খানের মেয়ে আন্যার । মেয়ের এই সুন্দর ভাবনায় গর্বিত সেলেব্রিটি মা ।

farah khan latest news
farah khan latest news
author img

By

Published : Apr 8, 2020, 10:26 PM IST

মুম্বই : পথকুকুরদের খাওয়ানোর জন্য টাকা সংগ্রহ করতে চায় ফারাহ খানের মেয়ে আন্যা । আর সেই জন্য সে নিজের আঁকা ছবি বিক্রি করবে । 12 বছরের মেয়ের এই ভাবনা দেখে মুগ্ধ ফারাহ ।

মেয়ের আঁকা সেই ছবিটি শেয়ার করে ফারাহ লিখেছেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা পথকুকুর, যাদের কোনও আশ্রয় নেই, তাদের খাওয়ানোয় জন্য খরচ করা হবে।"

farah khan latest news
আন্যা..

নিজের ছোটো মেয়েটির এই পরিণত ভাবনা দেখে মুগ্ধ ফারাহ, লিখেছেন, "বেশি নয়, ও মাত্র 12 বছরের ।" তাব্বু, রাজীব মাসান্দ, আরতি শেট্টির মতো তারকারা ইতিমধ্যেই অর্ডার করে দিয়েছেন আন্যার আঁকা ছবি । তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ফারাহ ।

দেখে নিন পোস্ট...

মুম্বই : পথকুকুরদের খাওয়ানোর জন্য টাকা সংগ্রহ করতে চায় ফারাহ খানের মেয়ে আন্যা । আর সেই জন্য সে নিজের আঁকা ছবি বিক্রি করবে । 12 বছরের মেয়ের এই ভাবনা দেখে মুগ্ধ ফারাহ ।

মেয়ের আঁকা সেই ছবিটি শেয়ার করে ফারাহ লিখেছেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা পথকুকুর, যাদের কোনও আশ্রয় নেই, তাদের খাওয়ানোয় জন্য খরচ করা হবে।"

farah khan latest news
আন্যা..

নিজের ছোটো মেয়েটির এই পরিণত ভাবনা দেখে মুগ্ধ ফারাহ, লিখেছেন, "বেশি নয়, ও মাত্র 12 বছরের ।" তাব্বু, রাজীব মাসান্দ, আরতি শেট্টির মতো তারকারা ইতিমধ্যেই অর্ডার করে দিয়েছেন আন্যার আঁকা ছবি । তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ফারাহ ।

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.