ETV Bharat / sitara

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' থেকে বাদ অন্তরঙ্গ দৃশ্য ? - Alia Bhatt Gangubai Kathiawadi

পরিচালক সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। এই ছবির ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শোনা যাচ্ছে যে, এই ছবি থেকেও নাকি বাদ দেওয়া হয়েছে ওই দৃশ্যগুলিকে ।

োে্
োে্
author img

By

Published : Jul 19, 2020, 2:37 PM IST

Updated : Jul 19, 2020, 2:47 PM IST

মুম্বই : কোরোনা পরিস্থিতির জেরে বদলে গিয়েছে সবার জীবনযাপনের পদ্ধতি । বদল এসেছে একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতেও । সিনেমা হোক বা ধারাবাহিক বা শর্ট ফিল্ম এখন সব ধরনের শুটিং থেকেই বাদ দেওয়া হয়েছে অন্তরঙ্গ দৃশ্য । আর এটাকেই এখন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়েছে । শোনা যাচ্ছে, অন্তরঙ্গ দৃশ্য দেখা যেত -তেও । এবার, সেখান থেকেও বাদ পড়ছে ওই দৃশ্যগুলি । সৌজন্যে, কোরোনা ভাইরাস ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ । দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে বার বার এ বিষয়ে সতর্ক করা হয়েছে সবাইকে । এমনকী, শুটিং শুরু করার আগে সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয় সেখানেই বলা হয়েছিল এই কথা । সেই নির্দেশ মেনেই শুটিং শুরু করছেন নির্মাতারা । আর সেই গাইডলাইনেই অন্তরঙ্গ দৃশ্যের শুটিং না করার কথা বলা হয়েছিল ।

এদিকে পরিচালক সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। এই ছবির ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শোনা যাচ্ছে যে, এই ছবি থেকেও নাকি বাদ দেওয়া হয়েছে ওই দৃশ্যগুলিকে ।

সূত্রের খবর, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ছবি থেকে অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক । সেই জায়গাগুলি কীভাবে সাজানো যায় এখন সেই চেষ্টাই করছেন তিনি ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট । সেখানে একজন গ্যাংস্টার 'গাঙ্গুবাঈ'-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । 'গাঙ্গুবাঈ' আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন । একাধিক বেআইনি ব্যবসা চালাতেন তিনি । তার মধ্যে দেহ ব্যবসা ছিল প্রধান । তার পাশাপাশি সুপারি কিলার ও ড্রাগ পাচারের ব্যবসা করতেন । শোনা যাচ্ছে, এই সব বিষয়ই তুলে ধরা হবে ছবিতে ।

মুম্বই : কোরোনা পরিস্থিতির জেরে বদলে গিয়েছে সবার জীবনযাপনের পদ্ধতি । বদল এসেছে একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতেও । সিনেমা হোক বা ধারাবাহিক বা শর্ট ফিল্ম এখন সব ধরনের শুটিং থেকেই বাদ দেওয়া হয়েছে অন্তরঙ্গ দৃশ্য । আর এটাকেই এখন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়েছে । শোনা যাচ্ছে, অন্তরঙ্গ দৃশ্য দেখা যেত -তেও । এবার, সেখান থেকেও বাদ পড়ছে ওই দৃশ্যগুলি । সৌজন্যে, কোরোনা ভাইরাস ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ । দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে বার বার এ বিষয়ে সতর্ক করা হয়েছে সবাইকে । এমনকী, শুটিং শুরু করার আগে সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয় সেখানেই বলা হয়েছিল এই কথা । সেই নির্দেশ মেনেই শুটিং শুরু করছেন নির্মাতারা । আর সেই গাইডলাইনেই অন্তরঙ্গ দৃশ্যের শুটিং না করার কথা বলা হয়েছিল ।

এদিকে পরিচালক সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। এই ছবির ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শোনা যাচ্ছে যে, এই ছবি থেকেও নাকি বাদ দেওয়া হয়েছে ওই দৃশ্যগুলিকে ।

সূত্রের খবর, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ছবি থেকে অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক । সেই জায়গাগুলি কীভাবে সাজানো যায় এখন সেই চেষ্টাই করছেন তিনি ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট । সেখানে একজন গ্যাংস্টার 'গাঙ্গুবাঈ'-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । 'গাঙ্গুবাঈ' আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন । একাধিক বেআইনি ব্যবসা চালাতেন তিনি । তার মধ্যে দেহ ব্যবসা ছিল প্রধান । তার পাশাপাশি সুপারি কিলার ও ড্রাগ পাচারের ব্যবসা করতেন । শোনা যাচ্ছে, এই সব বিষয়ই তুলে ধরা হবে ছবিতে ।

Last Updated : Jul 19, 2020, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.