মুম্বই : এ বছর ইদে হতাশ হতে পারেন সলমান ভক্তরা । কারণ ইদের সময় নাও মুক্তি পেতে পারে সলমানের আপকামিং ছবি 'রাধে'। সৌজন্যে কোরোনা ভাইরাস ।
প্রতি বছর ইদে মুক্তি পায় সলমানের সিনেমা । আর সেই দিকেই মুখিয়ে থাকেন ভক্তরাও । ভক্তদের অবশ্য হতাশ করেন না সলমান । কিন্তু, এ বছর পরিস্থিতিটা একটু আলাদা ।
নভেম্বরে 'রাধে'-র শুটিং শুরু করে করেছিলেন সলমান । এদিকে বছরের শুরু দিকেই দেশে থাবা বসাতে শুরু করে কোরোনা ভাইরাস । আর সেই আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমার শুটিং । বাদ যায়নি 'রাধে'-ও । এদিকে কিছুকিছু দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে । পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এখন শুটিংও করা যাবে না । তাই 22 মে আদৌ ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়ে দোলাচলে রয়েছেন না নির্মাতা ।
ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সিনেমার দুটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে । পাশাপাশি আরও কিছু কিছু অংশের শুটিংও বাকি । আর শুটিং না হওয়ায় বাকি রয়েছে এডিটিং । সেটাও এই পরিস্থিতির মধ্যে করা সম্ভব হচ্ছে না । পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনই শুটিং ও এডিটিংয়ের কাজ করা সম্ভব হবে । তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলেই অনুমান নির্মাতাদের ।
সব থেকে বড় বিষয় হল এই পরিস্থিতি সিনেমাটি মুক্তির জন্য উপযুক্ত নয় বলে সলমানের ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে । কারণ সিনেমা মুক্তি পেলেই তা দেখতে আসবেন ভক্তরা । যা বর্তমান পরিস্থিতির পক্ষে একেবারেই অনুকূল নয় । কয়েক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে না বলে অনুমান নির্মাতাদের । তাই নির্দিষ্ট তারিখে সিনেমা মুক্তি পেলে তার ফল মোটেই ভালো হবে না বলে জানিয়েছেন তাঁরা ।
ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা ও নামদেবকে । পরিচালনা করেছেন প্রভুদেবা ।
'রাধে'-র পাশপাশি 'বুলবুল ম্যারেজ হল' নামে একটি ছবিও রয়েছে সলমানের ঝুলিতে । যার মুখ্য চরিত্রে দেখা যাবে পুলকিত সম্রাটকে । 16 এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত তা স্থগিত রাখা হয়েছে ।